সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আগস্ট ২৭–সেপ্টেম্বর ২

লূক ২৩-২৪

আগস্ট ২৭–সেপ্টেম্বর ২
  • গান ৩৫ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • অন্যদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকুন”: (১০ মিনিট)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • লূক ২৩:৩১—এই পদে যিশু স্পষ্টতই কোন বিষয়টা বোঝাতে চেয়েছিলেন? (“গাছ যখন সরস থাকে ... তবে শুকিয়ে গেলে” স্টাডি নোট—লূক ২৩:৩১, nwtsty)

    • লূক ২৩:৩৩—কোন প্রত্নতাত্ত্বিক প্রমাণ ইঙ্গিত দেয় যে, মৃত্যুদণ্ড কার্যকর করার সময় একজন ব্যক্তিকে দণ্ডে বিদ্ধ করার জন্য সম্ভবত পেরেক ব্যবহার করা হতো? (“গোড়ালির হাড়ে বিদ্ধ পেরেক” মিডিয়া—লূক ২৩:৩৩, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লূক ২৩:১-১৬

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। গৃহকর্তার প্রয়োজন অনুযায়ী আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে একটা প্রকাশনা অর্পণ করুন।

  • তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার (fg) ব্রোশারের পাঠ ৪ অনু. ৩-৪

খ্রিস্টীয় জীবনযাপন