সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

যিশু আপনার ভাইয়ের জন্যও মৃত্যুবরণ করেছেন

যিশু আপনার ভাইয়ের জন্যও মৃত্যুবরণ করেছেন

যিশু অসিদ্ধ মানুষের জন্য নিজের জীবন বলিদান করেছেন। (রোমীয় ৫:৮) যিশু যে আমাদের জন্য নিজের জীবন দিয়ে আমাদের প্রতি তাঁর প্রেম দেখিয়েছেন, সেই বিষয়টা নিঃসন্দেহে আমরা ব্যক্তিগতভাবে উপলব্ধি করি। তা সত্ত্বেও, কখনো কখনো আমাদের হয়তো নিজেদের মনে করিয়ে দিয়ে হয় যে, খ্রিস্ট আমাদের ভাইয়ের জন্যও মৃত্যুবরণ করেছেন। কীভাবে আমরা আমাদের ভাই ও বোনদের প্রতি খ্রিস্টতুল্য প্রেম দেখাতে পারি, যারা আমাদের মতোই অসিদ্ধ? তিনটে উপায় বিবেচনা করুন। প্রথমত, আমরা আমাদের বন্ধুমহল প্রসারিত করে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারি, যাদের পটভূমি আমাদের থেকে আলাদা। (রোমীয় ১৫:৭; ২করি ৬:১২, ১৩) দ্বিতীয়ত, অন্যদের অসন্তুষ্ট করতে পারে এমন কিছু বলা অথবা করা এড়িয়ে চলার জন্য আমরা সতর্ক থাকতে পারি। (রোমীয় ১৪:১৩-১৫) সব শেষে, কেউ যদি আমাদের বিরুদ্ধে পাপ করে, তা হলে আমরা দ্রুত ক্ষমা করতে পারি। (লূক ১৭:৩, ৪; ২৩:৩৪) আমরা যদি এইসমস্ত উপায়ে যিশুকে অনুকরণ করার জন্য কঠোর প্রচেষ্টা করি, তা হলে যিহোবা মণ্ডলীতে শান্তি ও একতা প্রদান করার মাধ্যমে ক্রমাগত আশীর্বাদ করবেন।

নিজের শোভা বৃদ্ধি করুন!  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • মিকি তার মণ্ডলী সম্বন্ধে প্রথমে কেমন অনুভব করেছিলেন?

  • কোন কারণে তার সেই অনুভূতি পরিবর্তন হয়ে গিয়েছিল?

  • কীভাবে যিশুর উদাহরণ মিকিকে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করেছিল? (মার্ক ১৪:৩৮)

  • কীভাবে হিতোপদেশ ১৯:১১ পদ সহখ্রিস্টানদের ইতিবাচক উপায়ে দেখার জন্য আমাদের সাহায্য করতে পারে?