সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | তীত ১–ফিলীমন

“প্রাচীনদিগকে নিযুক্ত কর”

“প্রাচীনদিগকে নিযুক্ত কর”

তীত ১:৫-৯

পৌল তীতকে “প্রত্যেক নগরে প্রাচীনদিগকে নিযুক্ত” করার কার্যভার দিয়েছিলেন। বর্তমানে, সীমা অধ্যক্ষরা যখন মণ্ডলীতে কাউকে নিযুক্ত করেন, তখন তারা বাইবেলের এই উদাহরণ অনুসরণ করেন।

পরিচালকগোষ্ঠী

প্রথম শতাব্দীর আদর্শ অনুসরণ করে প্রাচীন ও পরিচারক দাস নিযুক্ত করার এই গুরু দায়িত্ব পরিচালকগোষ্ঠী আস্থা সহকারে সীমা অধ্যক্ষদের দিয়েছে।

সীমা অধ্যক্ষরা

প্রত্যেক সীমা অধ্যক্ষের উচিত প্রাচীনদের সুপারিশগুলো সর্তকতার সঙ্গে এবং প্রার্থনাপূর্বক বিবেচনা করা আর এরপর যে-ভাই যোগ্য, তাকে নিযুক্ত করা।

নিযুক্ত প্রাচীনরা

এমনকী নিযুক্ত হওয়ার পরও প্রাচীনদের ক্রমাগত শাস্ত্রীয় চাহিদা পূরণ করতে হবে।