“ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই”
তীমথিয়ের উদ্দেশে লেখা প্রেরিত পৌলের অনুপ্রাণিত বাক্য থেকে আমরা শক্তি খুঁজে পেতে পারি। সুসমাচারের জন্য লজ্জিত হওয়ার পরিবর্তে, আমরা বিশ্বাসের পক্ষসমর্থন করার জন্য সাহসের সঙ্গে কথা বলতে পারি, এমনকী যদি এর জন্য “ক্লেশভোগ স্বীকার” করতেও হয়।
কোন কোন পরিস্থিতিতে আমার সাহস দেখানোর প্রয়োজন রয়েছে?