সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

যারা যিহোবাকে ভালোবাসে, তাদের সঙ্গে সময় কাটান

যারা যিহোবাকে ভালোবাসে, তাদের সঙ্গে সময় কাটান

যারা যিহোবাকে ভালোবাসে, তাদের সঙ্গে আমাদের কেন সময় কাটানো উচিত? কারণ আমরা যাদের সঙ্গে সময় কাটাই, তারা আমাদের উপর হয় ইতিবাচক নতুবা নেতিবাচক প্রভাব ফেলে। (হিতো ১৩:২০) উদাহরণ হিসেবে বলা যায়, রাজা যোয়াশ যতদিন পর্যন্ত মহাযাজক যিহোয়াদার সঙ্গে সময় কাটিয়েছিলেন, ততদিন পর্যন্ত তিনি “সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য” তা-ই করতেন। (২বংশা ২৪:২) যিহোয়াদা মারা যাওয়ার পর, যোয়াশ কুসংসর্গের কারণে যিহোবাকে পরিত্যাগ করেছিলেন।—২বংশা ২৪:১৭-১৯.

প্রথম শতাব্দীতে, প্রেরিত পৌল খ্রিস্টীয় মণ্ডলীকে এক ‘বৃহৎ বাটীর’ বা বাড়ির সঙ্গে এবং মণ্ডলীর সদস্যদের “পাত্র” বা গৃহস্থালী সামগ্রীর সঙ্গে তুলনা করেছিলেন। আমরা সেই সময় “সমাদরের পাত্র” হয়ে থাকি, যখন আমরা এমন যেকোনো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা এড়িয়ে চলি, যিনি যিহোবাকে অসন্তুষ্ট করেন, তা তিনি আমাদের পরিবারের কিংবা মণ্ডলীর সদস্য, যে-ই হোন না কেন। (২তীম ২:২০, ২১) তাই, আমরা তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করে থাকি, যারা যিহোবাকে ভালোবাসে এবং তাঁর সেবা করার জন্য আমাদের উৎসাহিত করে।

কুসংসর্গ প্রত্যাখ্যান করতে শিখুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কোন কোন উপায়ে কুসংসর্গ আমাদের জীবনে প্রবেশ করতে পারে?

  • নাটকের আকারে তুলে ধরা ভিডিওতে, কোন বিষয়টা তিন জন খ্রিস্টানকে কুসংসর্গ বন্ধ করতে সাহায্য করেছিল?

  • বাইবেলের কোন নীতিগুলো আপনাকে বিজ্ঞতার সঙ্গে বন্ধুবান্ধব বাছাই করার জন্য সাহায্য করতে পারে?

আমি কি “সমাদরের পাত্র”?—২তীম ২:২১