সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ২১-২৭

ইয়োব ভুল চিন্তাভাবনা প্রতিরোধ করেন

ইয়োব ভুল চিন্তাভাবনা প্রতিরোধ করেন

শয়তান মিথ্যা কথা ব্যবহার করে বর্তমানে যিহোবার দাসদের নিরুৎসাহিত করে। শয়তানের মিথ্যা কথা এবং যিহোবার প্রকৃত অনুভূতির মধ্যে পার্থক্য লক্ষ করুন, যেমনটা ইয়োব বইয়ে তুলে ধরা হয়েছে। বাইবেলের আরও কয়েকটা শাস্ত্রপদ লিখুন, যেগুলো আপনাকে প্রমাণ দেয় যে, যিহোবা আপনার জন্য চিন্তা করেন।

শয়তান যে-সমস্ত মিথ্যা বলে থাকে

যিহোবার প্রকৃত অনুভূতি

ঈশ্বর এত বেশি দাবি করেন যে, তাঁর দাসেরা যা-ই করুক না কেন, কোনো কিছুই তাঁকে সন্তুষ্ট করতে পারে না। ঈশ্বরের কোনো সৃষ্টিই তাঁকে খুশি করতে পারে না (ইয়োব ৪:১৮; ২৫:৫)

আমরা নম্রভাবে যে-সমস্ত প্রচেষ্টা করি, সেগুলো যিহোবা উপলব্ধি করেন (ইয়োব ৩৬:৫)

ঈশ্বরের চোখে মানুষের কোনো মূল্য নেই (ইয়োব ২২:২)

যিহোবা আমাদের বিশ্বস্ত সেবাকে গ্রহণ এবং আশীর্বাদ করেন (ইয়োব ৩৩:২৬; ৩৬:১১)

আপনার ধার্মিকতার বিষয়ে ঈশ্বরের কোনো আগ্রহ নেই (ইয়োব ২২:৩)

যিহোবা ধার্মিক ব্যক্তিদের প্রতি লক্ষ রাখেন (ইয়োব ৩৬:৭)