সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইয়োব ৩৩-৩৭

একজন প্রকৃত বন্ধু গঠনমূলক পরামর্শ দেন

একজন প্রকৃত বন্ধু গঠনমূলক পরামর্শ দেন

ইলীহূ যখন কথা বলতে শুরু করেছিলেন, তখন তিনি ইলীফস, বিল্‌দদ এবং সোফরের তুলনায় একেবারে ভিন্ন পরামর্শ দিয়েছিলেন। ইলীহূর পরামর্শের বিষয়বস্তু এবং ইয়োবের প্রতি তার ব্যবহার দুটোই তাদের থেকে ভিন্ন ছিল। তিনি নিজেকে একজন প্রকৃত বন্ধু এবং উত্তম পরামর্শদাতা হিসেবে প্রমাণ করেছিলেন, যাকে আমরা অনুকরণ করতে পারি।

একজন উত্তম পরামর্শদাতার গুণাবলি

ইলীহূ এক উত্তম উদাহরণস্থাপন করেছিলেন

৩২:৪-৭, ১১, ১২; ৩৩:১

 

  • ধৈর্যশীল

  • মনোযোগী

  • সম্মানপূর্ণ

 
  • ইলীহূ তার চেয়ে বয়স্ক ব্যক্তিদের কথা শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন এবং তারপর কথা বলেছিলেন

  • পরামর্শ দেওয়ার আগে তিনি মনোযোগের সঙ্গে কথা শুনেছিলেন বলে ইয়োবের পরিস্থিতি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছিলেন

  • তিনি ইয়োবের নাম ব্যবহার করেছিলেন এবং একজন বন্ধু হিসেবে তার সঙ্গে কথা বলেছিলেন

 

৩৩:৬, ৭, ৩২

 

  • নম্র

  • বন্ধুত্বপরায়ণ

  • সহানুভূতিশীল

 
  • ইলীহূ একজন নম্র ও দয়ালু ব্যক্তি ছিলেন আর তাই নিজের অসিদ্ধতা স্বীকার করেছিলেন

  • তিনি ইয়োবের কষ্টের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন

 

৩৩:২৪, ২৫; ৩৫:২, 

 

  • ভারসাম্যপূর্ণ

  • দয়ালু

  • ঈশ্বরভয়শীল

 
  • ইলীহূ সদয়ভাবে ইয়োবকে দেখিয়েছিলেন, তার দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ নয়

  • ইলীহূ ইয়োবকে বুঝতে সাহায্য করেছিলেন, তার নিজের ধার্মিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়

  • ইলীহূর যুক্তিযুক্ত পরামর্শ ইয়োবের মনকে প্রস্তুত করেছিল, যাতে তিনি স্বয়ং যিহোবার কাছ থেকে আরও নির্দেশনা লাভ করতে পারেন