এপ্রিল ১০-১৬
যিরমিয় ২২-২৪
গান ৫২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনার কি যিহোবাকে ‘জানিবার মন’ আছে?”: (১০ মিনিট)
যির ২৪:১-৩—যিহোবা লোকেদের ডুমুর ফলের সঙ্গে তুলনা করেছিলেন (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ৮ অনু. ২)
যির ২৪:৪-৭—উত্তম ডুমুর ফল সেই ব্যক্তিদের চিত্রিত করেছিল, যাদের হৃদয় গ্রহণ করতে ইচ্ছুক ও বাধ্য ছিল (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ৮ অনু. ৪)
যির ২৪:৮-১০—মন্দ ডুমুর ফল সেই ব্যক্তিদের চিত্রিত করেছিল, যাদের হৃদয় বিদ্রোহী ও অবাধ্য ছিল (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ৮ অনু. ৩)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যির ২২:৩০—কেন এই আদেশ দায়ূদের সিংহাসনে আরোহণ করার জন্য যিশুর অধিকারকে বাতিল করে দেয়নি? (প্রহরীদুর্গ ০৭ ৩/১৫ ১০ অনু. ৯)
যির ২৩:৩৩—“সদাপ্রভুর ভারবাণী” কী? (প্রহরীদুর্গ ০৭ ৩/১৫ ১১ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ২৩:২৫-৩৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-34 ট্র্যাক্টের প্রচ্ছদ—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-34 ট্র্যাক্ট—প্রথম সাক্ষাতে যা আলোচনা করা হয়েছিল সেই বিষয়ে সংক্ষেপে বলুন এবং পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১ অনু. ১-২—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।
খ্রিস্টীয় জীবনযাপন
গান ২৩
“আপনি একজন নিষ্ক্রিয় খ্রিস্টানকে উৎসাহিত করতে পারেন”: (১৫ মিনিট) আলোচনা। নিষ্ক্রিয় ব্যক্তিদের উৎসাহিত করুন শিরোনামের ভিডিও দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ২০ অনু. ১-১৩
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৫ এবং প্রার্থনা