সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনি একজন নিষ্ক্রিয় খ্রিস্টানকে উৎসাহিত করতে পারেন

আপনি একজন নিষ্ক্রিয় খ্রিস্টানকে উৎসাহিত করতে পারেন

প্রতি বছর, নিষ্ক্রিয় খ্রিস্টানদের মধ্যে অনেকে স্মরণার্থ সভায় যোগ দেয়। তারা জীবনের ধাবনক্ষেত্রে দৌড় শুরু করেছিল, কিন্তু বিভিন্ন কারণে তারা ধীর হয়ে পড়েছে আর এই কারণগুলোর মধ্যে কয়েকটা সম্বন্ধে যিহোবার কাছে ফিরে আসুন ব্রোশারে তুলে ধরা হয়েছে। (ইব্রীয় ১২:১) তা সত্ত্বেও, নিষ্ক্রিয় ব্যক্তিরা যিহোবার কাছে এখনও মূল্যবান, যিনি “নিজ পুত্রের” রক্ত দ্বারা তাদের ক্রয় করেছেন। (প্রেরিত ২০:২৮NW; ১পিতর ১:১৮, ১৯) কীভাবে আমরা তাদের মণ্ডলীতে ফিরে আসতে সাহায্য করতে পারি?

মণ্ডলীর প্রাচীনরা নিষ্ক্রিয় খ্রিস্টানদের খুঁজে বের করার ও তাদের সাহায্য করার চেষ্টা করে থাকেন, ঠিক যেমনটা একজন মেষপালক অধ্যবসায়ের সঙ্গে সেই মেষের অন্বেষণ করেন, যেটা পালের কাছ থেকে দূরে সরে গিয়েছে। (লূক ১৫:৪-৭) এটা যিহোবার প্রেমপূর্ণ যত্নকে প্রতিফলিত করে। (যির ২৩:৩, ৪) শুধু প্রাচীনরা নয় বরং আমরা সবাই এই ব্যক্তিদের উৎসাহিত করতে পারি। দয়া ও সহানুভূতি দেখানোর জন্য আমরা যে-সমস্ত প্রচেষ্টা করি, তা দেখে যিহোবা খুশি হন আর এটা খুবই পরিতৃপ্তিদায়ক হতে পারে। (হিতো ১৯:১৭; প্রেরিত ২০:৩৫) তাই, আপনি কাকে উৎসাহিত করতে পারেন সেই বিষয়ে চিন্তা করে দেখুন আর অবিলম্বে তা করুন!

নিষ্ক্রিয় ব্যক্তিদের উৎসাহিত করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলো বিবেচনা করুন:

  • একজন অপরিচিত সাক্ষির সঙ্গে যখন অ্যাবির দেখা হয়েছিল, তখন তিনি কী করেছিলেন?

  • আমরা যদি কোনো নিষ্ক্রিয় ব্যক্তিকে সাহায্য করার কথা চিন্তা করি, তা হলে আমাদের কেন প্রাচীনদের কাছে যাওয়া উচিত?

  • লোরার সঙ্গে দ্বিতীয় বার দেখা করার আগে অ্যাবি কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?

  • লোরাকে উৎসাহিত করার সময় অ্যাবি কীভাবে অধ্যবসায়, ধৈর্য ও প্রেম দেখিয়েছিলেন?

  • লূক ১৫:৮-১০ পদে বর্ণিত যিশুর দৃষ্টান্ত থেকে আমরা কী শিখতে পারি?

  • লোরাকে সাহায্য করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করার ফলে কোন কোন আশীর্বাদ লাভ করা গিয়েছে?