এপ্রিল ১৭-২৩
যিরমিয় ২৫-২৮
গান ৩৩ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিরমিয়ের মতো সাহসী হোন”: (১০ মিনিট)
যির ২৬:২-৬—যিহোবা যিরমিয়কে এক সতর্কবাণী ঘোষণা করার জন্য নির্দেশনা দিয়েছিলেন (প্রহরীদুর্গ ১০ জুলাই-সেপ্টেম্বর ১৮ অনু. ৬)
যির ২৬:৮, ৯, ১২, ১৩—যিরমিয় তার বিরোধীদের ভয় পাননি (যিরমিয় ২১ অনু. ১৩, ইংরেজি)
যির ২৬:১৬, ২৪—যিহোবা তাঁর সাহসী ভাববাদীকে সুরক্ষা করেছিলেন (প্রহরীদুর্গ ১০ জুলাই-সেপ্টেম্বর ১৯ অনু. ১)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যির ২৭:২, ৩—কেন বিভিন্ন দেশ থেকে দূতগণ বা বার্তাবাহকরা যিরূশালেমে এসেছিল আর কেন যিরমিয় তাদের জন্য জোয়াল প্রস্তুত করেছিলেন? (যিরমিয় ২৭ অনু. ২১, ইংরেজি)
যির ২৮:১১—হনানিয় যখন যিরমিয়ের বিরোধিতা করেছিলেন, তখন যিরমিয় কীভাবে উপস্থিত বুদ্ধি দেখিয়েছিলেন আর তার উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? (যিরমিয় ১৮৭-১৮৮ অনু. ১১-১২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ২৭:১২-২২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-34 ট্র্যাক্টের পিছনের পৃষ্ঠা—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-34 ট্র্যাক্ট—প্রথম সাক্ষাতে যা আলোচনা করা হয়েছিল সেই বিষয়ে সংক্ষেপে বলুন এবং পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১ অনু. ৪-৫—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।
খ্রিস্টীয় জীবনযাপন
গান ১৭
“রাজ্যের গান সাহসী হতে অনুপ্রাণিত করে”: (১৫ মিনিট) আলোচনা। একটা গান, যা শ্রমিকদের অনুপ্রাণিত করেছিল শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ২০ অনু. ১৪-২৬, ১৭৯ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ১২ এবং প্রার্থনা