খ্রিস্টীয় জীবনযাপন
রাজ্যের গান সাহসী হতে অনুপ্রাণিত করে
পৌল ও সীল কারাগারে থাকার সময় গান গেয়ে ঈশ্বরের প্রশংসা করেছিলেন। (প্রেরিত ১৬:২৫) আধুনিক সময়ে, আমাদের সহবিশ্বাসীরাও নাতসি জার্মানিতে জ্যাক্সেনহোজেন কনসেনট্রেশন ক্যাম্পে এবং সাইবেরিয়ায় নির্বাসনে থাকার সময় রাজ্যের গান গেয়েছিলেন। যে-খ্রিস্টানরা পরীক্ষার মুখোমুখি হচ্ছে, তাদের সাহসী হতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানের কত ক্ষমতা রয়েছে, তা এই উদাহরণগুলো তুলে ধরে।
শীঘ্রই অন্যান্য অনেক ভাষায় নতুন গানবই পাওয়া যাবে, যেটার শিরোনাম হল যিহোবার উদ্দেশে আনন্দের সঙ্গে গান গাও (ইংরেজি)। আমাদের ভাষায় যে-গানগুলো রয়েছে, পারিবারিক উপাসনার সময় সেগুলো গাওয়ার মাধ্যমে আমরা গানের কথাগুলো আমাদের মনে গেঁথে নিতে পারি। (ইফি ৫:১৯) তা হলে, পরীক্ষার সময়ে পবিত্র আত্মা আমাদের সেগুলো স্মরণ করতে সাহায্য করবে। রাজ্যের গানগুলো আমাদের আশার উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করতে পারে। আমরা যখন পরীক্ষার মুখোমুখি হই, তখন সেগুলো আমাদের অনুপ্রাণিত করতে পারে। আর আমাদের মন যখন ভালো থাকে, তখন আমাদের হৃদয় উৎফুল্ল থাকে বলে গানের উদ্দীপনাদায়ক কথাগুলো আমাদের “আনন্দধ্বনি করণার্থে” বা আনন্দের সঙ্গে গান গাইতে প্রেরণা দেয়। (১বংশা ১৫:১৬; গীত ৩৩:১-৩) আসুন আমরা রাজ্যের গানগুলোর সদ্ব্যবহার করার জন্য যথাসাধ্য করি!
একটা গান, যা শ্রমিকদের অনুপ্রাণিত করেছিল শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
ভাই ফ্রস্ট কোন পরিস্থিতিতে একটা গান রচনা করেছিলেন?
-
কীভাবে এই গান জ্যাক্সেনহোজেন কনসেনট্রেশন ক্যাম্পে থাকা ভাই-বোনদের অনুপ্রেরণা দিয়েছিল?
-
দৈনন্দিন জীবনের কোন কোন পরিস্থিতিতে রাজ্যের গানগুলো আপনাকে শক্তিশালী করতে পারে?
-
রাজ্যের গানগুলোর মধ্যে কোনটা আপনি মুখস্থ করতে চান?