সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ২৪-৩০

যিরমিয় ২৯-৩১

এপ্রিল ২৪-৩০
  • গান ৯ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিহোবা নতুন চুক্তি সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন”: (১০ মিনিট)

    • যির ৩১:৩১—শত শত বছর আগে নতুন চুক্তি সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল (অন্তর্দৃষ্টি-১ ৫২৪ অনু. ৩-৪, ইংরেজি)

    • যির ৩১:৩২, ৩৩—নতুন চুক্তি ব্যবস্থা চুক্তি থেকে আলাদা (যিরমিয় ১৭৩-১৭৪ অনু. ১১-১২, ইংরেজি)

    • যির ৩১:৩৪—নতুন চুক্তির কারণে পুরোপুরিভাবে পাপের ক্ষমা লাভ করা সম্ভবপর হয়েছে (যিরমিয় ১৭৭ অনু. ১৮)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যির ২৯:৪, ৭—কেন বাবিলে নির্বাসিত যিহুদিদের “শান্তির চেষ্টা” করতে আদেশ দেওয়া হয়েছিল আর কীভাবে আমরা এই নীতি কাজে লাগাতে পারি? (প্রহরীদুর্গ ৯৬ ৫/১ ১১ অনু. ৫)

    • যির ২৯:১০—বাইবেলের ভবিষ্যদ্‌বাণী যে সঠিক, তা এই পদ কীভাবে তুলে ধরে? (সচেতন থাক! ৬/১২ ১৪ অনু. ১-২, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ৩১:৩১-৪০

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) মথি ৬:১০—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৯:৬, ৭; প্রকা ১৬:১৪-১৬—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।

  • বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ১৪ ১২/১৫ ২১—মূলভাব: যিরমিয় যখন বলেছিলেন, রাহেল আপন সন্তানদের জন্য রোদন করছেন, তখন তিনি কী বুঝিয়েছিলেন?

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৫১

  • সমস্ত আধ্যাত্মিক ব্যবস্থা ব্যবহার করুন: (১৫ মিনিট) প্রথমে সেই সমস্ত ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন, যেগুলো jw.org ওয়েবসাইট এবং jw ব্রডকাস্টিং-এ পাওয়া যায়। সকল প্রকাশককে নিয়মিতভাবে jw.org ওয়েবসাইট থেকে প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণ ও সজাগ হোন! পত্রিকা পড়ার জন্য উৎসাহিত করুন, যেহেতু সেই পত্রিকাগুলো এখন আর ছাপানো আকারে পাওয়া যায় না। এই পত্রিকাগুলোতে তুলে ধরা প্রবন্ধগুলো পরিচর্যায় কীভাবে ব্যবহার করার যায়, সেই উপায় সম্বন্ধে আলোচনা করুন। jw ব্রডকাস্টিং-এর বিভিন্ন কার্যক্রম ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করে। এই বিষয়ে প্রকাশকদের সাহায্য করার জন্য স্থানীয়ভাবে মণ্ডলীতে যে-সমস্ত ব্যবস্থা করা হয়েছে, তা ব্যাখ্যা করুন।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ২১ অনু. ১-১২

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩২ এবং প্রার্থনা