সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ৩-৯

যিরমিয় ১৭-২১

এপ্রিল ৩-৯
  • গান ১১ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • আপনার চিন্তাভাবনা ও আচরণে রদবদল করার জন্য যিহোবা আপনাকে গঠন করুক”: (১০ মিনিট)

    • যির ১৮:১-৪—কাদামাটির উপর একজন কুম্ভকারের অধিকার রয়েছে (প্রহরীদুর্গ ৯৯ ৪/১ ২২ অনু. ৩)

    • যির ১৮:৫-১০—মানবজাতির উপর যিহোবার অধিকার রয়েছে (অন্তর্দৃষ্টি-২ ৭৭৬ অনু. ৪, ইংরেজি)

    • যির ১৮:১১—যিহোবা যেভাবে গঠন করেন, সেটার প্রতি ইতিবাচকভাবে সাড়া দিন (প্রহরীদুর্গ ৯৯ ৪/১ ২২ অনু. ৪-৫)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যির ১৭:৯—বঞ্চক হৃদয় হয়তো কীভাবে প্রকাশ পেতে পারে? (প্রহরীদুর্গ ০১ ১০/১৫ ২৫ অনু. ১৩)

    • যির ২০:৭—কোন উপায়ে যিহোবা যিরমিয়ের চেয়ে বলবান ছিলেন ও তাকে প্ররোচিত করেছিলেন? (প্রহরীদুর্গ ০৭ ৩/১৫ ৯ অনু. ৬)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যির ২১:৩-১৪

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) “নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা”-র উপর ভিত্তি করে আলোচনা। উপস্থাপনার প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। যারা দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? ট্র্যাক্ট নিয়েছে, তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার জন্য সকলকে উৎসাহিত করুন।

খ্রিস্টীয় জীবনযাপন