সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

তাদের সাদর অভ্যর্থনা জানান

তাদের সাদর অভ্যর্থনা জানান

কাদের সাদর অভ্যর্থনা জানাব? আমাদের খ্রিস্টীয় সভাতে যোগ দেন এমন যেকোনো ব্যক্তিকে, তা তিনি নতুন ব্যক্তি হোন কিংবা দীর্ঘদিনের বন্ধু হোন। (রোমীয় ১৫:৭; ইব্রীয় ১৩:২) হতে পারে, অন্য দেশ থেকে বেড়াতে আসা কোনো সহবিশ্বাসী সভাতে এসেছেন অথবা একজন নিষ্ক্রিয় খ্রিস্টান অনেক বছর পর প্রথম বার সভাতে যোগ দিয়েছেন। আপনি নিজে যদি এই ধরনের পরিস্থিতিতে থাকতেন, তা হলে আপনার কেমন লাগত, তা একটু কল্পনা করুন। আপনাকে যদি সাদর সম্ভাষণ জানানো হতো, তা হলে আপনি কি সেটা উপলব্ধি করতেন না? (মথি ৭:১২) তাই, কিংডম হলে সভার আগে ও পরে অন্যদের কাছে এগিয়ে গিয়ে সম্ভাষণ জানানোর জন্য আরও বেশি প্রচেষ্টা করুন না কেন? এটা এক আন্তরিক ও প্রেমপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রাখে এবং যিহোবার সম্মান নিয়ে আসে। (মথি ৫:১৬) অবশ্য, উপস্থিত সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা হয়তো সম্ভব নয়। তা সত্ত্বেও, আমরা সকলে যদি নিজেদের অংশটুকু করি, তা হলে সবাই আনন্দিত বোধ করবে। *

প্রকৃত আতিথেয়তা কেবল স্মরণার্থ সভার মতো বিশেষ উপলক্ষ্যের সময়েই নয় বরং সবসময় দেখানো হয়। নতুন ব্যক্তিরা যখন আমাদের কাজের মধ্যে প্রেমের প্রকাশ দেখতে পায় ও তা অনুভব করে, তখন তারাও হয়তো ঈশ্বরের প্রশংসা করার জন্য এবং আমাদের সঙ্গে সত্য উপাসনায় যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়।—যোহন ১৩:৩৫.

^ অনু. 3 বাইবেলের নীতিগুলো সেই ব্যক্তিদের সঙ্গে আমাদের মেলামেশার ব্যাপারে সীমা আরোপ করে, যারা সমাজচ্যুত হয়েছেন অথবা নিজে থেকে মণ্ডলীর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছেন।—১করি ৫:১১; ২যোহন ১০.