চেক প্রজাতন্ত্রে একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা এপ্রিল ২০১৮

কথোপকথনের নমুনা

বাইবেল ও এক সুখী জীবন সম্বন্ধে ধারাবাহিক কথোপকথন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

নিস্তারপর্ব ও স্মরণার্থ দিবস​—⁠সাদৃশ্য ও বৈসাদৃশ্য

নিস্তারপর্ব যদিও স্মরণার্থ দিবসের পূর্বাভাস ছিল না, কিন্তু নিস্তারপর্বের কিছু বৈশিষ্ট্য আমাদের জন্যও অর্থপূর্ণ।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

তোমরা গিয়ে শিষ্য তৈরি করো​—⁠কেন, কোথায় ও কীভাবে?

শিষ্য তৈরি করার অর্থ হল যিশু যা আদেশ দিয়েছেন, তা অন্যদের পালন করতে শিক্ষা দেওয়া। আমাদের শিষ্য তৈরি করার যে-দায়িত্ব দেওয়া হয়েছে, সেটার অন্তর্ভুক্ত হল আমাদের ছাত্রদের যিশুর শিক্ষা কাজে লাগাতে ও তাঁর উদাহরণ অনুসরণ করতে সাহায্য করা।

খ্রিস্টীয় জীবনযাপন

প্রচার করা ও শিক্ষা দেওয়া​—⁠শিষ্য তৈরি করার জন্য অপরিহার্য

যিশু তাঁর অনুসারীদের লোকেদের কাছে গিয়ে তাদের শিষ্য করার আদেশ দিয়েছিলেন। এর সঙ্গে কী জড়িত? কীভাবে আমরা লোকেদের আধ্যাত্মিক উন্নতি করার ক্ষেত্রে সাহায্য করতে পারি?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“তোমার পাপ সকল ক্ষমা হইল”

মার্ক ২:​৫-১২ পদে বর্ণিত অলৌকিক কাজ থেকে আমরা কী শিখতে পারি? কীভাবে এই বিবরণ অসুস্থতার সময়ে আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

বিশ্রামবারে সুস্থ করা

কেন যিশু যিহুদি ধর্মীয় নেতাদের মনোভাব দেখে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন? কোন প্রশ্নগুলো বুঝতে সাহায্য করতে পারে যে, আমরা যিশুর সমবেদনা অনুকরণ করছি কি না?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আমাদের মৃত প্রিয়জনদের পুনরুত্থিত করার ক্ষমতা যিশুর রয়েছে

বাইবেলে উল্লেখিত পুনরুত্থানের বিবরণগুলো, ভবিষ্যতে আমাদের মৃত প্রিয়জনদের পুনরুত্থানের বিষয়ে আমাদের বিশ্বাসকে দৃঢ় করবে।

খ্রিস্টীয় জীবনযাপন

শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে দক্ষতার সঙ্গে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করুন

ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের অবশ্যই হাতিয়ারগুলো ভালোভাবে ব্যবহার করা শিখতে হবে। আমাদের প্রধান হাতিয়ার কী? কীভাবে আমরা আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করার ক্ষেত্রে উন্নতি করতে পারি?