সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ১৬-২২

মার্ক ১-২

এপ্রিল ১৬-২২
  • গান ৩৫ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • তোমার পাপ সকল ক্ষমা হইল”: (১০ মিনিট)

    • [মার্ক বইয়ের ভূমিকা  শিরোনামের ভিডিওটা দেখান।]

    • মার্ক ২:৩-৫—যিশু সমবেদনা দেখিয়ে একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির পাপ ক্ষমা করেছিলেন (যিশুই পথ, সত্য ও জীবন ৬৭ অনু. ৩-৫, ইংরেজি)

    • মার্ক ২:৬-১২—সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করার মাধ্যমে যিশু প্রমাণ করেছিলেন যে, তাঁর পাপ ক্ষমা করার অধিকার রয়েছে (“কোনটা সহজ” স্টাডি নোট—মার্ক ২:৯, nwtsty)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • মার্ক ১:১১—যিশুর উদ্দেশে বলা যিহোবার কথাগুলোর অর্থ কী? (“স্বর্গ থেকে এক কণ্ঠস্বর শোনা গেল,” “তুমি আমার পুত্র,” “তোমার উপর আমি খুব সন্তুষ্ট” স্টাডি নোট—মার্ক ১:১১, nwtsty)

    • মার্ক ২:২৭, ২৮—কেন যিশু নিজেকে ‘বিশ্রামবারের কর্ত্তা’ বা প্রভু বলে উল্লেখ করেছিলেন? (“বিশ্রামবারের প্রভু” স্টাডি নোট—মার্ক ২:২৮, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মার্ক ১:১-১৫

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। আপনার এলাকায় সাধারণত আপত্তি জানানো হয় এমন কোনো বিষয় উত্থাপিত হলে কীভাবে কথা বলা যায়, তা তুলে ধরুন।

  • প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।

  • দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৩৮

  • “আমি ধার্ম্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি”: (৭ মিনিট) আলোচনা। কারাগার থেকে সাফল্যের দুয়ারে  শিরোনামের ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে ডোনাল্ড প্রকৃত সুখ খুঁজে পেয়েছিলেন? প্রচার করার সময় আমরা কীভাবে লোকেদের প্রতি যিশুর পক্ষপাতহীন মনোভাব অনুকরণ করতে পারি? (মার্ক ২:১৭)

  • যিহোবা “প্রচুররূপে” ক্ষমা করেন: (৮ মিনিট) আলোচনা। যিহোবা, আমি তোমাকে আমার জীবনে প্রথমে রাখব  শিরোনামের ভিডিওটা দেখান। এরপর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কীভাবে ও কেন আ্যনেলিস যিহোবার কাছে ফিরে এসেছিলেন? (যিশা ৫৫:৬, ৭) যারা যিহোবার কাছ থেকে দূরে সরে গিয়েছে, তাদের সাহায্য করার জন্য আপনি কীভাবে তার অভিজ্ঞতা ব্যবহার করতে পারেন?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন  অধ্যায় ১৫ অনু. ২০-২৩, ১৫৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩০ এবং প্রার্থনা