এপ্রিল ২-৮
মথি ২৬
গান ৮ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নিস্তারপর্ব ও স্মরণার্থ দিবস—সাদৃশ্য ও বৈসাদৃশ্য”: (১০ মিনিট)
মথি ২৬:১৭-২০—যিশু তাঁর প্রেরিতদের সঙ্গে শেষ নিস্তারপর্বের ভোজ খেয়েছিলেন (“নিস্তারপর্বের ভোজ” মিডিয়া—মথি ২৬:১৮, nwtsty)
মথি ২৬:২৬—স্মরণার্থের রুটি যিশুর দেহকে চিত্রিত করে (“অর্থ” স্টাডি নোট—মথি ২৬:২৬, nwtsty)
মথি ২৬:২৭, ২৮—স্মরণার্থের দ্রাক্ষারস যিশুর চুক্তির বা ‘নিয়মের রক্তকে’ চিত্রিত করে (“চুক্তির রক্ত” স্টাডি নোট—মথি ২৬:২৮, nwtsty)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
মথি ২৬:১৭—কেন ১৩ নিশানকে “তাড়ীশূন্য রুটীর পর্ব্বের প্রথম দিন” বলে উল্লেখ করা হয়েছে? (“তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন” স্টাডি নোট—মথি ২৬:১৭, nwtsty)
মথি ২৬:৩৯—কোন বিষয়টা হয়তো যিশুকে এই প্রার্থনা করতে পরিচালিত করেছিল: “এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাউক”? (“এই পানপাত্র আমার কাছ থেকে দূর হোক” স্টাডি নোট—মথি ২৬:৩৯, nwtsty)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মথি ২৬:১-১৯
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ৫ অনু. ২১-২২ ও পাদটীকা।
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট)
যিহোবার বন্ধু হও—মুক্তির মূল্য: (৭ মিনিট) ভিডিওটা দেখান। এরপর, নির্বাচিত কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদের জিজ্ঞেস করুন: কেন লোকেরা অসুস্থ ও বৃদ্ধ হয় এবং মারা যায়? যিহোবা আমাদের কোন আশা দিয়েছেন? পরমদেশে তুমি কার সঙ্গে দেখা করতে চাও?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১৫ অনু. ১-১০
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫ এবং প্রার্থনা