এপ্রিল ২৯–মে ৫
২ করিন্থীয় ১-৩
গান ৩৮ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা—‘সমস্ত সান্ত্বনার ঈশ্বর’”: (১০ মিনিট)
[২ করিন্থীয় বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
২করি ১:৩—যিহোবা হলেন “করুণা-সমষ্টির পিতা” (প্রহরীদুর্গ ১৭.০৭ ১৩ অনু. ৪)
২করি ১:৪—যিহোবার জোগানো সান্ত্বনা দ্বারা আমরা অন্যদের সান্ত্বনা দিই (প্রহরীদুর্গ ১৭.০৭ ১৫ অনু. ১৪)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
২করি ১:২২—“বায়না” ও ‘মুদ্রাঙ্কন’ কী, যা প্রত্যেক অভিষিক্ত খ্রিস্টান ঈশ্বরের কাছ থেকে লাভ করেন? (প্রহরীদুর্গ ১৬.০৪ ৩২)
২করি ২:১৪-১৬—প্রেরিত পৌল যখন “বিজয়-যাত্রা” সম্বন্ধে বলেছিলেন, তখন তার মনে হয়তো কী ছিল? (প্রহরীদুর্গ ১১ ৪/১৫ ২৮)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ২করি ৩:১-১৮ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বই অধ্যায় ৫ অনু. ৩-৪ (শিক্ষা দেওয়া পাঠ ৮)
খ্রিস্টীয় জীবনযাপন
“ঐশিক শিক্ষার অনুধাবন করুন”: (১৫ মিনিট) আলোচনা। যিহোবার শিক্ষার দ্বারা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প ৮, ৯
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৫ এবং প্রার্থনা