সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

ঐশিক শিক্ষার অনুধাবন করুন

ঐশিক শিক্ষার অনুধাবন করুন

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: সর্বমহান শিক্ষক যিহোবা আমাদের সর্বোত্তম শিক্ষা দিতে চান। কীভাবে জীবনে উন্নতি করতে হয়, তা তিনি আমাদের শিক্ষা দেন ও এক অপূর্ব ভবিষ্যতের জন্য তিনি আমাদের প্রস্তুত করেন আর এইসমস্ত কিছুই বিনা মূল্যে! (যিশা ১১:৬-৯; ৩০:২০, ২১; প্রকা ২২:১৭) এ ছাড়া, ঐশিক শিক্ষার মাধ্যমে যিহোবা অন্যদের কাছে জীবন রক্ষাকারী এক বার্তা জানানোর জন্য আমাদের সুসজ্জিত করেন।—২করি ৩:৫.

যেভাবে এটা করা যায়:

  • নম্রতা ও মৃদুতার মতো গুণাবলি গড়ে তুলুন।—গীত ২৫:৮, ৯

  • যিহোবা আপনাকে এখনই যে-প্রশিক্ষণ জোগাচ্ছেন তা গ্রহণ করুন, যেমন সপ্তাহের মাঝের সভার ছাত্রদের কার্যভার

  • নিজের জন্য বিভিন্ন আধ্যাত্মিক লক্ষ্য স্থাপন করুন।—ফিলি ৩:১৩

  • আরও প্রশিক্ষণ লাভের যোগ্য হওয়ার জন্য ত্যাগস্বীকার করুন।—ফিলি ৩:৮

যিহোবার শিক্ষার দ্বারা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল-এ যোগ দেওয়ার জন্য কোনো কোনো প্রকাশক কোন কোন বাধা কাটিয়ে উঠেছে?

  • রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল থেকে ছাত্ররা কোন কোন উপকার লাভ করে?

  • কীভাবে মণ্ডলীর সদস্যরা স্কুলের গ্র্যাজুয়েটদের নতুন কার্যভারের ক্ষেত্রে সাহায্য করেছে?

  • রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল-এ আবেদন করার জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন? (ঈশ্বরের রাজ্য শাসন করছে! ১৮৯, ইংরেজি)

  • যিহোবার সংগঠনে আপনি আর কোন কোন প্রশিক্ষণের অনুধাবন করতে পারেন?

ঐশিক শিক্ষার অনুধাবন করে আপনি কোন কোন আশীর্বাদ লাভ করবেন?