সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ৮-১৪

১ করিন্থীয় ১০-১৩

এপ্রিল ৮-১৪
  • গান ৫১ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিহোবা হলেন বিশ্বস্ত”: (১০ মিনিট)

    • ১করি ১০:১৩—আমরা যে-সমস্ত পরীক্ষার মুখোমুখি হই, সেগুলো যিহোবা বাছাই করেন না (প্রহরীদুর্গ ১৭.০২ ২৯-৩০)

    • ১করি ১০:১৩—আমরা যে-সমস্ত পরীক্ষার মুখোমুখি হই, সেগুলো “মনুষ্য . . . সহ্য করিতে পারে”

    • ১করি ১০:১৩—আমরা যদি যিহোবার উপর নির্ভর করি, তা হলে তিনি আমাদের যেকোনো পরীক্ষা সহ্য করতে সাহায্য করবেন

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • ১করি ১০:৮—কেন এই পদ বলে যে, ব্যভিচার করার কারণে এক দিনে ২৩,০০০ জন ইস্রায়েলীয় মারা গিয়েছিল, যেখানে গণনাপুস্তক ২৫:৯ পদ বলে ২৪,০০০ জন? (প্রহরীদুর্গ ০৪ ৪/১ ২৯)

    • ১করি ১১:৫, ৬, ১০—কোনো বোন যদি একজন পুরুষ প্রকাশকের উপস্থিতিতে বাইবেল অধ্যয়ন পরিচালনা করেন, তা হলে তার কি মাথায় কাপড় দেওয়া উচিত? (প্রহরীদুর্গ ১৫ ২/১৫ ৩০)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ১করি ১০:১-১৭ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৪৬

  • ‘সকল অঙ্গ প্রয়োজনীয়’ (১করি ১২:২২): (১০ মিনিট) ভিডিওটা দেখান।

  • কীভাবে আপনি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নেবেন?”: (৫ মিনিট) বক্তৃতা। সবাইকে উৎসাহিত করুন যেন তারা স্মরণার্থের অর্থ নিয়ে ধ্যান করার এবং যিহোবা ও যিশু আমাদের প্রতি যে-প্রেম দেখিয়েছেন সেটার প্রতি উপলব্ধি দেখানোর এক সময় হিসেবে স্মরণার্থ মরসুমকে ব্যবহার করে।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) বাইবেলের গল্প

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪ এবং প্রার্থনা