খ্রিস্টীয় জীবনযাপন
কীভাবে আপনি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নেবেন?
এই বছর থেকে, আমরা খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভার প্রস্তুতি নেওয়ার জন্য আরও বেশি সময় পাব। স্মরণার্থ সভা যখন সাপ্তাহিক দিনে পড়বে, তখন সেই সপ্তাহের জীবন ও পরিচর্যা সভা হবে না। আর স্মরণার্থ সভা যখন সাপ্তাহিক ছুটির দিনে পড়বে, তখন জনসাধারণের উদ্দেশে বক্তৃতা ও প্রহরীদুর্গ অধ্যয়ন হবে না। আপনি কি নিজের তালিকার এই বাড়তি সময়টা সর্বোত্তম উপায়ে ব্যবহার করবেন? প্রথম শতাব্দীর মতো, এই বিশেষ উপলক্ষ্যের জন্য বিভিন্ন ব্যাবহারিক ব্যবস্থা করতে হবে। (লূক ২২:৭-১৩; রাজ্যের পরিচর্যা ৩/১৫ ১) তবে, আমাদের সবাইকে নিজেদের হৃদয় প্রস্তুত করতে হবে। কীভাবে আমরা তা করতে পারি?
-
এই সভায় যোগ দেওয়ার গুরুত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করুন।—১করি ১১:২৩-২৬
-
প্রার্থনা করুন ও যিহোবার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিন্তা করুন।—১করি ১১:২৭-২৯; ২করি ১৩:৫
-
স্মরণার্থের অর্থ সম্বন্ধে আলোচনা করে এমন শাস্ত্রভিত্তিক বিষয়বস্তু পড়ুন ও তা নিয়ে ধ্যান করুন।—যোহন ৩:১৬; ১৫:১৩
কোনো কোনো প্রকাশক প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকায় দেওয়া স্মরণার্থের বাইবেল পাঠ হিসেবে নির্ধারিত অংশ পড়ে ও তা নিয়ে ধ্যান করে। অন্যেরা এখানে দেওয়া তালিকায় উল্লেখিত বাইবেলের পদগুলো পড়ে থাকে। আবার কেউ কেউ প্রহরীদুর্গ পত্রিকা থেকে এমন প্রবন্ধগুলো পড়ে, যেগুলো স্মরণার্থ সভা এবং আমাদের প্রতি যিহোবা ও যিশু যে-প্রেম দেখিয়েছেন, তা নিয়ে আলোচনা করে। আপনি যে-অধ্যয়ন পরিকল্পনাই বাছাই করুন না কেন, তা যেন আপনাকে যিহোবা ও তাঁর পুত্রের আরও নিকটবর্তী করে।