সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ২০-২৬

আদিপুস্তক ৩২-৩৩

এপ্রিল ২০-২৬
  •  গান ৪০ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • আপনি কি আশীর্বাদ পাওয়ার জন্য মল্লযুদ্ধ করছেন?”: (১০ মিনিট)

    • আদি ৩২:২৪—যাকোব এক স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করেন (প্রহরীদুর্গ ০৩ ৮/১৫ ২৫ অনু. ৩)

    • আদি ৩২:২৫, ২৬—যাকোব আশীর্বাদ না পাওয়া পর্যন্ত মল্লযুদ্ধ চালিয়ে যান (অন্তর্দৃষ্টি-২ ১৯০, ইংরেজি)

    • আদি ৩২:২৭, ২৮—যাকোব তার ধৈর্যের জন্য আশীর্বাদ লাভ করেন (অন্তর্দৃষ্টি-১ ১২২৮, ইংরেজি)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • আদি ৩২:১১, ১৩-১৫—শান্তি স্থাপন করার ক্ষেত্রে যাকোবের প্রাণপণ প্রচেষ্টাকে আমরা কীভাবে অনুকরণ করতে পারি? (প্রহরীদুর্গ ১০ ৬/১৫ ২২ অনু. ১০-১১)

    • আদি ৩৩:২০—কেন যাকোব যজ্ঞবেদির নাম “ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর” রাখেন? (অন্তর্দৃষ্টি-১ ৯৮০, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা ঈশ্বর সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ৩২:১-২১ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন