সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আদিপুস্তক ৩২-৩৩

আপনি কি আশীর্বাদ পাওয়ার জন্য মল্লযুদ্ধ করছেন?

আপনি কি আশীর্বাদ পাওয়ার জন্য মল্লযুদ্ধ করছেন?

৩২:২৪-২৮

যদি আমরা যিহোবার আশীর্বাদ পেতে চাই, তা হলে আমাদের জীবনে রাজ্যের কাজকে প্রথম স্থানে রাখার জন্য কঠোর প্রচেষ্টা করতে হবে। (১করি ৯:২৬, ২৭) যিহোবার সেবা করার সময় আমাদেরও সেই একই মনোভাব দেখানো উচিত, যা বৃদ্ধ যাকোব এক স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করার সময় দেখিয়েছিলেন। আমরা আন্তরিকভাবে দেখাই যে, আমরা যিহোবার আশীর্বাদ পেতে চাই, যখন আমরা . . .

  • মণ্ডলীর সভাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিই

  • পরিচর্যায় নিয়মিতভাবে অংশগ্রহণ করি

  • মণ্ডলীতে অন্যদের সাহায্য করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা করি

পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ক্রমাগত প্রার্থনায় যিহোবার সাহায্য চান এবং যিহোবাকে সেবা করার জন্য আপনার প্রাণপণ প্রচেষ্টার উপর তাঁর আশীর্বাদ চান।

নিজেকে জিজ্ঞেস করুন, ‘জীবনের কোন কোন ক্ষেত্রে যিহোবার আশীর্বাদ লাভ করার জন্য আমি আরও বেশি প্রচেষ্টা করতে পারি?’