সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

যাকোব এক মূল্যবান বিষয় লাভ করার জন্য একজন স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করেছিলেন আর সেটা হল, যিহোবার আশীর্বাদ। (আদি ৩২:২৪-৩১; হোশেয় ১২:৩, ৪) আমাদের বিষয়ে কী বলা যায়? আমরা কী যিহোবার বাধ্য হওয়ার এবং তাঁর আশীর্বাদ লাভ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে ইচ্ছুক? উদাহরণ স্বরূপ, মণ্ডলীর সভায় যোগ দেওয়ার এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত ঘণ্টা কাজ করার মধ্যে যদি আমাদের বাছাই করতে হয়, তা হলে আমরা কী বেছে নেব? যখন আমরা যিহোবার সেবায় আমাদের সময়, শক্তি এবং সম্পদ ব্যবহার করার মাধ্যমে আমাদের সর্বোত্তমটা দিই, তখন যিহোবা আমাদের উপর “অপরিমেয় আশীর্ব্বাদ” বর্ষণ করবেন। (মালাখি ৩:১০) তিনি আমাদের নির্দেশনা ও সুরক্ষা জোগাবেন এবং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো প্রদান করবেন।—মথি ৬:৩৩; ইব্রীয় ১৩:৫

নাটকের আকারে তুলে ধরা আধ্যাত্মিক লক্ষ্যগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন, শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বোন যেটাকে ভালোবাসতেন, সেটা কীভাবে তার কাছে ফাঁদজনক হয়ে উঠেছিল?

  • কীভাবে আমাদের চাকরি ফাঁদজনক হতে পারে?

  • তীমথিয় একজন আধ্যাত্মিক ব্যক্তি হওয়ার সত্ত্বেও কেন তার ক্রমাগত লক্ষ্য স্থাপন করার প্রয়োজন হয়েছিল?—১ তীম ৪:১৬

  • কোনটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

    আমরা কীভাবে বুঝতে পারব যে, কোন কাজ আমাদের জন্য “সবচেয়ে গুরুত্বপূর্ণ”?