সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

‘সকল ইতর দেবতাকে দূর কর’

‘সকল ইতর দেবতাকে দূর কর’

যাকোব জানতেন যে, একমাত্র যিহোবাই একাগ্র ভক্তি পাওয়ার যোগ্য, যদিও তখনও যিহোবা মূর্তিপূজার বিরুদ্ধে কোনো নিয়ম দেননি। (যাত্রা ২০:৩-৫) তাই যিহোবা যখন তাকে বৈথেলে ফিরে যেতে বলেছিলেন, তখন যাকোব তার সঙ্গে থাকা প্রত্যেককে তাদের প্রতিমাগুলোকে দূর করে দেওয়ার আজ্ঞা দিয়েছিলেন। এরপর যাকোব সেই মূর্তিগুলোকে এবং তাদের কানের দুলগুলোকে, যেগুলো সম্ভবত মিথ্যা উপাসনার সাথে জড়িত ছিল, সেগুলোকেও মাটিতে পুঁতে দিয়েছিলেন। (আদি ৩৫:১-৪) কোনো সন্দেহ নেই যে, যাকোবের এই কাজ দেখে যিহোবা খুশি হয়েছিলেন।

আমাদের দিনে, আমরা কীভাবে যিহোবাকে একাগ্র ভক্তি প্রদান করতে পারি? একটা যে-গুরুত্বপূর্ণ বিষয় আমাদের করতে হবে তা হল, মূর্তিপূজা কিংবা প্রেতচর্চার সঙ্গে জড়িত যেকোনো বিষয়কে এড়িয়ে চলা। এর অন্তর্ভুক্ত হতে পারে এমন যেকোনো বিষয় থেকে দূরে থাকা, যেটা জাদুবিদ্যার সঙ্গে জড়িত এবং আমাদের আমোদপ্রমোদের বিষয়গুলোকে সতর্কতার সঙ্গে পরীক্ষা করা। তাই, নিজেকে জিজ্ঞেস করুন: আমি কি এমন কোনো বই পড়ি কিংবা সিনেমা দেখি যেগুলোতে ভ্যাম্পায়ার, জোম্বি অথবা অতিপ্রাকৃতিক শক্তির বৈশিষ্ট্য তুলে ধরা হয়? এর মধ্যে কি জাদুবিদ্যা, বশীকরণ অথবা অভিশাপের ব্যবহারকে অক্ষতিকর মজা হিসেবে তুলে ধরা হয়? আমাদের এমন বিষয়গুলো থেকে দূরে থাকা উচিত, যেগুলোকে যিহোবা ঘৃণা করেন।—গীত ৯৭:১০

নাটকের আকারে তুলে ধরা“দিয়াবলের প্রতিরোধ কর” শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বাইবেল ছাত্রী প্যালেসার জীবনে কোন সমস্যা দেখা দিয়েছিল?

  • প্রেতচর্চা সংক্রান্ত সমস্যাগুলোর ক্ষেত্রে কেন প্রাচীনদের কাছ থেকে সাহায্য চাওয়া বিজ্ঞতার কাজ হবে?

  • দিয়াবলের প্রতিরোধ করুন, এবং ঈশ্বরের নিকটবর্তী হোন।—যাকোব ৪:৭, ৮

    আমরা যদি যিহোবার সুরক্ষা লাভ করতে চাই, তা হলে আমাদের কোন বিষয়গুলো একেবারে বাদ দিতে হবে?

  • প্যালেসা কোন পদক্ষেপ নিয়েছিলেন?

  • আপনি যেখানে থাকেন সেখানে, মন্দ শক্তির প্রভাব এড়িয়ে চলার জন্য কী করতে পারেন?