সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এপ্রিল ৬-১২

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০—খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভা

এপ্রিল ৬-১২

প্রত্যেক বছর স্মরণার্থ মরসুমে অনেক খ্রিস্টানরা প্রেমের দুটো সর্বমহান প্রমাণ নিয়ে ধ্যান করে থাকে, যা যিহোবা ঈশ্বর এবং তাঁর পুত্র যিশু দেখিয়েছেন। (যোহন ৩:১৬; ১৫:১৩) এই তালিকা ব্যবহার করে আপনি যিরূশালেমে যিশুর শেষ পরিচর্যা সম্বন্ধে সুসমাচারের বিবরণগুলো তুলনা করতে পারেন। এই ঘটনাগুলো সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইয়ের ১০১-১৩১ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ঈশ্বর ও খ্রিস্টের প্রেম কীভাবে আপনাকে অনুপ্রাণিত করবে?—২করি ৫:১৪, ১৫; ১যোহন ৪:১৬, ১৯

যিরূশালেমে যিশুর শেষ পরিচর্যা

সময়

স্থান

ঘটনা

মথি

মার্ক

লূক

যোহন

৩৩ সাল, ৮ নিশান (এপ্রিল ১-২, ২০২০)

বৈথনিয়া

যিশু নিস্তারপর্বের ছয় দিন আগে আসেন

 

 

 

১১:৫৫–১২:১

৯ নিশান (২-৩ এপ্রিল, ২০২০)

বৈথনিয়া

মরিয়ম তাঁর মাথায় এবং পায়ে তেল ঢেলে দেন

২৬:৬-১৩

১৪:৩-৯

 

১২:২-১১

বৈথনিয়া-বৈৎফগী-যিরূশালেম

গাধার পিঠে চড়ে বিজয়ীর মতো যিরূশালেমে প্রবেশ করেন

২১:১-১১, ১৪-১৭

১১:১-১১

১৯:২৯-৪৪

১২:১২-১৯

১০ নিশান (৩-৪ এপ্রিল, ২০২০)

বৈথনিয়া-যিরূশালেম

ডুমুর গাছকে শাপ দেন; আবারও মন্দির পরিষ্কার করেন

২১:১৮, ১৯; ২১:১২, ১৩

১১:১২-১৭

১৯:৪৫, ৪৬

 

যিরূশালেম

প্রধান যাজক ও অধ্যাপকরা যিশুকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেন

 

১১:১৮, ১৯

১৯:৪৭, ৪৮

 

যিহোবা কথা বলেন; যিশু তাঁর মৃত্যু সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন; যিহুদিদের অবিশ্বাস যিশাইয়ের ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ করে

 

 

 

১২:২০-৫০

১১ নিশান (৪-৫ এপ্রিল, ২০২০)

বৈথনিয়া-যিরূশালেম

শুকিয়ে যাওয়া ডুমুর গাছ থেকে শিক্ষা

২১:১৯-২২

১১:২০-২৫

 

 

যিরূশালেমের, মন্দির

তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়; দুই পুত্রের দৃষ্টান্ত

২১:২৩-৩২

১১:২৭-৩৩

২০:১-৮

 

দৃষ্টান্ত: খুনি কৃষক, বিবাহভোজ

২১:৩৩–২২:১৪

১২:১-১২

২০:৯-১৯

 

ঈশ্বর ও কৈসর সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দেন, পুনরুত্থান, সর্বমহৎ আজ্ঞা

২২:১৫-৪০

১২:১৩-৩৪

২০:২০-৪০

 

জনতাকে জিজ্ঞেস করেন, খ্রিস্ট দায়ূদের সন্তান কি না

২২:৪১-৪৬

১২:৩৫-৩৭

২০:৪১-৪৪

 

অধ্যাপক এবং ফরীশীদের ধিক্কার দেন

২৩:১-৩৯

১২:৩৮-৪০

২০:৪৫-৪৭

 

বিধবার দান লক্ষ করেন

 

১২:৪১-৪৪

২১:১-৪

 

জৈতুন পর্বত ভাবি

আগমন বা উপস্থিতির চিহ্ন দেন

২৪:১-৫১

১৩:১-৩৭

২১:৫-৩৮

 

দৃষ্টান্ত: দশ কুমারী, তালন্ত, মেষ ও ছাগ

২৫:১-৪৬

 

 

 

১২ নিশান (৫-৬ এপ্রিল, ২০২০)

যিরূশালেম

যিহুদি নেতারা তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করেন

২৬:১-৫

১৪:১, ২

২২:১, ২

 

যিহূদা বিশ্বাসঘাতকতা করার ব্যবস্থা করেন

২৬:১৪-১৬

১৪:১০, ১১

২২:৩-৬

 

১৩ নিশান (৬-৭ এপ্রিল, ২০২০)

যিরূশালেমের কাছে এবং যিরূশালেমে

শেষ নিস্তারপর্বের জন্য প্রস্তুতি নেওয়া হয়

২৬:১৭-১৯

১৪:১২-১৬

২২:৭-১৩

 

১৪ নিশান (৭-৮ এপ্রিল, ২০২০)

যিরূশালেম

প্রেরিতদের সঙ্গে নিস্তারপর্বের ভোজ খান

২৬:২০, ২১

১৪:১৭, ১৮

২২:১৪-১৮

 

প্রেরিতদের পা ধুয়ে দেন

 

 

 

১৩:১-২০

যিশু যিহূদাকে বিশ্বাসঘাতক হিসেবে শনাক্ত করেন এবং তাকে বহিষ্কার করেন

২৬:২১-২৫

১৪:১৮-২১

২২:২১-২৩

১৩:২১-৩০

প্রভুর সান্ধ্যভোজ প্রবর্তন করেন (১ করি ১১:২৩-২৫)

২৬:২৬-২৯

১৪:২২-২৫

২২:১৯, ২০, ২৪-৩০

 

পিতরের অস্বীকার এবং প্রেরিতদের ছিন্নভিন্ন হয়ে পড়া সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন

২৬:৩১-৩৫

১৪:২৭-৩১

২২:৩১-৩৮

১৩:৩১-৩৮

সহায় সম্বন্ধে প্রতিজ্ঞা করেন; প্রকৃত দ্রাক্ষালতার দৃষ্টান্ত; পরস্পরকে প্রেম করার আজ্ঞা দেন; প্রেরিতদের সঙ্গে শেষ প্রার্থনা

 

 

 

১৪:১–১৭:২৬

গেৎশিমানী

বাগান বাগানে নিদারুণ যন্ত্রণা; যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়

২৬:৩০, ৩৬-৫৬

১৪:২৬, ৩২-৫২

২২:৩৯-৫৩

১৮:১-১২

যিরূশালেম

অননীয় প্রশ্ন করেন; মহাসভায় কায়াফা বিচার করেন; পিতর তাঁকে অস্বীকার করেন

২৬:৫৭–২৭:১

১৪:৫৩–১৫:১

২২:৫৪-৭১

১৮:১৩-২৭

বিশ্বাসঘাতক যিহূদা গলায় দড়ি দেন (প্রেরিত ১:১৮, ১৯)

২৭:৩-১০

 

 

 

প্রথমে পীলাত, এরপর হেরোদের সামনে এবং পরে আবার পীলাতের সামনে

২৭:২, ১১-১৪

১৫:১-৫

২৩:১-১২

১৮:২৮-৩৮

পীলাত তাঁকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু যিহুদিরা বারাব্বাকে ছেড়ে দিতে বলে; যাতনাদণ্ডে মৃত্যুদণ্ড দেওয়া হয়

২৭:১৫-৩০

১৫:৬-১৯

২৩:১৩-২৫

১৮:৩৯–১৯:১৬

(প্রায় দুপুর ৩টে, শুক্রবার)

গল্‌গথা

যাতনাদণ্ডে মারা যান

২৭:৩১-৫৬

১৫:২০-৪১

২৩:২৬-৪৯

১৯:১৬-৩০

যিরূশালেম

দণ্ড থেকে দেহ নামান হয় এবং কবরে রাখা হয়

২৭:৫৭-৬১

১৫:৪২-৪৭

২৩:৫০-৫৬

১৯:৩১-৪২

১৫ নিশান (৮-৯ এপ্রিল, ২০২০)

যিরূশালেম

যাজক ও ফরীশীরা কবর পাহারা দিতে এবং বন্ধ করে রাখতে বলেন

২৭:৬২-৬৬

 

 

 

১৬ নিশান (৯-১০ এপ্রিল, ২০২০)

যিরূশালেম এবং এর কাছাকাছি; ইম্মায়ূ

যিশু পুনরুত্থিত হন; শিষ্যদেরকে পাঁচ বার দেখা দেন

২৮:১-১৫

১৬:১-৮

২৪:১-৪৯

২০:১-২৫

১৬ নিশানের পর

যিরূশালেম; গালীল

শিষ্যদের আরও কয়েক বার দেখা দেন (১করি ১৫:৫-৭; প্রেরিত ১:৩-৮); শিক্ষা দেন; শিষ্য তৈরি করার আজ্ঞা দেন

২৮:১৬-২০

 

 

২০:২৬–২১:২৫