সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কথোপকথনের নমুনা

কথোপকথনের নমুনা

●○○ প্রথম সাক্ষাৎ

প্রশ্ন: মানুষের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী?

শাস্ত্রপদ: আদি ১:২৮

পরের সাক্ষাতের জন্য: ঈশ্বর যে মানুষের জন্য তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন, তা আমরা কীভাবে জানতে পারি?

○●○ প্রথম পুনর্সাক্ষাৎ

প্রশ্ন: ঈশ্বর যে মানুষের জন্য তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন, তা আমরা কীভাবে জানতে পারি?

শাস্ত্রপদ: যিশা ৫৫:১০, ১১

পরের সাক্ষাতের জন্য: ঈশ্বর যখন তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন, তখন জীবন কেমন হবে?

○○● দ্বিতীয় পুনর্সাক্ষাৎ

প্রশ্ন ঈশ্বর যখন তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন, তখন জীবন কেমন হবে?

শাস্ত্রপদ: গীত ৩৭:১০, ১১

পরের সাক্ষাতের জন্য: ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো থেকে উপকার লাভ করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?

স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণের অভিযান (মার্চ ১৪–এপ্রিল ৭):

“আমরা আপনাকে এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এসেছি, যেখানে লক্ষ লক্ষ লোক যোগ দেবে। এটা হল যিশুর মৃত্যুবার্ষিকী।” সেই ব্যক্তিকে একটা আমন্ত্রণপত্র দিন। “আমাদের এলাকায় কখন ও কোথায় এটা অনুষ্ঠিত হবে, তা এই আমন্ত্রণপত্রে দেওয়া রয়েছে। এ ছাড়া, আমরা আপনাকে একটা বিশেষ বক্তৃতা শোনার জন্যও আমন্ত্রণ জানাচ্ছি, যে-বক্তৃতাটা এই অনুষ্ঠানের আগের সপ্তাহান্তে দেওয়া হবে।”

কেউ আগ্রহ দেখালে, পরের সাক্ষাতের জন্য এই প্রশ্ন ছেড়ে আসুন: কেন যিশু মারা গিয়েছিলেন?