সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আপনার বিবাহবন্ধনকে দৃঢ় করুন

আপনার বিবাহবন্ধনকে দৃঢ় করুন

যিহোবা বিয়ের অঙ্গীকারকে খুবই গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি বলেছিলেন, স্বামী ও স্ত্রী যেন একে অন্যের প্রতি আসক্ত থাকে। (মথি ১৯:৫, ৬) আমাদের মধ্যে এমন অনেক বিবাহিত দম্পতি রয়েছে, যারা এই বিবাহবন্ধনকে দৃঢ় করার ব্যাপারে উত্তম উদাহরণ স্থাপন করেছে। কিন্তু, প্রত্যেক স্বামী ও স্ত্রীর মধ্যে কখনো কখনো সমস্যা দেখা দিতে পারে কারণ কেউই সিদ্ধ নয়। জগতের লোকদের মতো আমাদের এইরকম চিন্তা করা উচিত নয় যে, বিবাহে কোনো সমস্যা দেখা দিলেই আমাদের আলাদা হয়ে যেতে হবে অথবা বিবাহবিচ্ছেদ করতে হবে। কীভাবে খ্রিস্টানরা তাদের বিবাহবন্ধনকে দৃঢ় করতে পারে?

পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় বিবেচনা করুন:

  1. প্রেমের ভান করা এবং অনৈতিক বিষয় জড়িত রয়েছে এমন আমোদপ্রমোদ প্রত্যাখ্যান করার মাধ্যমে আপনার হৃদয়কে রক্ষা করুন, যাতে আপনার বিবাহবন্ধন দুর্বল হয়ে না পড়ে।—মথি ৫:২৮; ২পিতর ২:১৪.

  2. ঈশ্বরের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করুন আর বিবাহিত দম্পতিদের কাছ থেকে তিনি যা চান, তা করার মাধ্যমে তাঁকে খুশি করুন।—গীত ৯৭:১০.

  3. ক্রমাগত নতুন ব্যক্তিত্বকে পরিধান করুন আর আপনার সাথিকে সাহায্য করার জন্য সদয়ভাবে কিছু করুন। যেমন, ঘরের টুকিটাকি কাজ।—কল ৩:৮-১০, ১২-১৪.

  4. একে অপরের সঙ্গে মন থেকে এবং সম্মানপূর্বক কথা বলুন।—কল ৪:৬.

  5. প্রেম সহকারে একে অপরের প্রাপ্য দিন।—১করি ৭:৩, ৪; ১০:২৪.

খ্রিস্টানরা যখন বিবাহবন্ধনের প্রতি সম্মান দেখায়, তখন তারা আসলে বিবাহের প্রবর্তক যিহোবাকে সম্মান দেখিয়ে থাকে।

আমাদের অবশ্যই ‘ধৈর্য্যপূর্ব্বক দৌড়াইতে’ হবে—প্রতিযোগিতার নিয়মকানুন মেনে চলুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • স্বামী-স্ত্রীর মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?

  • কীভাবে বাইবেলের নীতিগুলো সেই দম্পতিদের সাহায্য করতে পারে, যারা মনে করে, তাদের মধ্যে আর আগের মতো প্রেম নেই?

  • এক সুখী বিবাহের জন্য বাইবেলের নীতিগুলো কাজে লাগান

    যিহোবা বিবাহিত ব্যক্তিদের জন্য কোন নিয়মগুলো দিয়েছেন?

  • একটা বিয়েকে সফল করে তোলার জন্য উভয়েরই কী করার প্রয়োজন?