জানুয়ারি ১৮-২৪
লেবীয় পুস্তক ২২-২৩
গান ২০ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ইজরায়েলীয়দের উৎসব থেকে আমরা যা শিখতে পারি”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
লেবীয় ২২:২১, ২২—কীভাবে আমরা যিহোবার প্রতি বিশ্বস্ততা দেখাতে এবং অনুগত থাকতে পারি? (প্রহরীদুর্গ ১৯.০২ ২ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) লেবীয় ২৩:৯-২৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর, গৃহকর্তা যে-বিষয়ে কথা বললেন, সেটার সঙ্গে সম্পর্কযুক্ত একটা পত্রিকা তার কাছে অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর, আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে একটা প্রকাশনা অর্পণ করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৯)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ২৬—মূলভাব: কারা ধর্মধামে নিয়ে আসা যবের অগ্রিমাংশ ছেদন করত? (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
খ্রিস্টীয় জীবনযাপন
“বার্ষিক সম্মেলন—প্রেম দেখানোর সুযোগ”: (১৫ মিনিট) আলোচনা।“প্রেম কখনও শেষ হয় না”! আন্তর্জাতিক সম্মেলন শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ২ অনু. ৭-১২
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ২৯ এবং প্রার্থনা