সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

ভবিষ্যতে চিরস্থায়ী স্বাধীনতা—ঈশ্বর ও খ্রিস্টের মাধ্যমে

ভবিষ্যতে চিরস্থায়ী স্বাধীনতা—ঈশ্বর ও খ্রিস্টের মাধ্যমে

দৈনন্দিন জীবনে আপনাকে কি বিভিন্ন বিষয়ে লড়াই করতে হয়? পরিবারের মস্তক হিসেবে আপনাকে কি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়? একজন একক বাবা অথবা মা হিসেবে আপনাকে কি সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করতে হয়? অল্পবয়সিরা, স্কুলের বন্ধুরা কি তোমাদের উত্ত্যক্ত করে? আপনি কি সবসময় অসুস্থ থাকেন অথবা বয়স বৃদ্ধির কারণে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হন? প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে। এমনকী অনেক ভাই-বোনকে একইসঙ্গে একাধিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। কিন্তু আমরা জানি, শীঘ্রই এই সমস্ত পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব।—২করি ৪:১৬-১৮.

আজকে জীবন সহজ নয়। কিন্তু এটা জানা সান্ত্বনাদায়ক যে, আমাদের পরিস্থিতি যিহোবা বোঝেন। আর আমরা যদি সমস্ত ক্ষেত্রে ধৈর্য ধরি এবং তাঁর প্রতি অনুগত থাকি, তা হলে ভবিষ্যতে তিনি আমাদের প্রচুর আশীর্বাদ দেবেন। (যির ২৯:১১, ১২) যিশুও আমাদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখান। তাই, নিজেদের দায়িত্ব পালন করার সময় যিশুর এই প্রতিজ্ঞার উপর আস্থা রাখতে পারি: ‘আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।’ (মথি ২৮:২০) আমরা যদি ঈশ্বরের রাজ্যের অধীনে থাকা চিরস্থায়ী স্বাধীনতার বিষয়ে ধ্যান করি, তা হলে আমরা আমাদের আশাকে দৃঢ় করতে পারব। আর এটা আমাদের বর্তমান সময়ের পরীক্ষাগুলো সহ্য করতেও সাহায্য করবে।—রোমীয় ৮:১৯-২১.

ঝড় এগিয়ে আসছে, তাই ক্রমাগত যিশুর উপর আপনার মনোযোগ রাখুন!—ভবিষ্যতে রাজ্যের আশীর্বাদগুলো শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে মানবজাতি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছে আর এর পরিণতি কী হয়েছে?

  • যারা যিহোবার কথা শোনে, তারা ভবিষ্যতে কী লাভ করবে?

  • কীভাবে এই অপূর্ব ভবিষ্যৎ লাভ করা সম্ভব?

  • নতুন জগতে কোন আশীর্বাদ লাভ করার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন?

নিজেকে নতুন জগতে কল্পনা করুন