ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যোবেল বছর এবং ভবিষ্যতে চিরস্থায়ী স্বাধীনতা
যোবেল বছরের ব্যবস্থার ফলে কোনো ইজরায়েলীয় সারাজীবন ঋণে ডুবে বা দরিদ্র হয়ে থাকত না (লেবীয় ২৫:১০; প্রহরীদুর্গ ১৯.১২ ৮ অনু. ৩; প্রচ্ছদচিত্র দেখুন)
ইজরায়েলীয়দের জমি বিক্রি করার অর্থ ছিল সেটা ইজারা দেওয়া। একজন ইজরায়েলীয় ব্যক্তির জমিতে যোবেল বছর পর্যন্ত উৎপাদিত শস্যের মূল্যের উপর ভিত্তি করে তিনি কাউকে নিজের জমি ইজারা দিতে পারতেন (লেবীয় ২৫:১৫; অন্তর্দৃষ্টি-১ ১২০০ অনু. ২ ইংরেজি)
যিহোবার লোকেরা যখন যোবেল বছরের নিয়মের বাধ্য হত, তখন তিনি তাদের আশীর্বাদ করতেন (লেবীয় ২৫:১৮-২২; অন্তর্দৃষ্টি-২ ১২২-১২৩ অনু. ২ ইংরেজি)
নিকট ভবিষ্যতে যিহোবার বিশ্বস্ত লোকেরা রূপক অর্থে যোবেল বছরের উপকারিতা উপভোগ করবে আর সেটা হল পাপ ও মৃত্যু থেকে পুরোপুরিভাবে মুক্তি।—রোমীয় ৮:২১.
যিহোবা যে-স্বাধীনতা প্রদান করার প্রতিজ্ঞা করেছেন, তা লাভ করার জন্য আমাদের প্রত্যেককে অবশ্যই কী করতে হবে?