জানুয়ারি ৪-১০
লেবীয় পুস্তক ১৮-১৯
গান ৩২ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নৈতিক শুদ্ধতা বজায় রাখুন”: (১০ মিনিট)
আধ্যাত্মিক রত্ন: (১০ মিনিট)
লেবীয় ১৯:৯, ১০—কীভাবে ঈশ্বরের ব্যবস্থায় দরিদ্রদের প্রতি বিবেচনা দেখানো হয়েছিল? (প্রহরীদুর্গ ০৬ ৬/১৫ ২২ অনু. ১১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) লেবীয় ১৮:১-১৫ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। প্রথম সাক্ষাৎ: প্রার্থনা—গীত ৬৫:২ শিরোনামের ভিডিওটা দেখান। ভিডিও দেখার সময় যখনই কোনো প্রশ্ন আসবে, তখনই ভিডিওটা থামান আর সেই প্রশ্নটা শ্রোতাদের জিজ্ঞেস করুন।
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথোপকথনের নমুনা ব্যবহার করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ০২ ২/১ ২৯—মূলভাব: মোশির ব্যবস্থায় আত্মীয়দের মধ্যে বিয়ে করার বিষয়ে যে-নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে, তা আজকে খ্রিস্টানদের জন্য কতটা প্রযোজ্য? (শিক্ষা দেওয়া পাঠ ৭)
খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার বন্ধু হও—আপনার সন্তানদের রক্ষা করুন: (৫ মিনিট) একজন প্রাচীন বক্তৃতা দেবেন। ভিডিওটা দেখান। এরপর, ভিডিও থেকে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরুন।—হিতো ২২:৩.
“বাবা-মায়েরা, সন্তানদের যেগুলো জানানোর প্রয়োজন, তা তাদের জানান”: (১০ মিনিট) আলোচনা। এমন গৃহ নির্মাণ করুন, যেটা টিকে থাকবে—আপনাদের সন্তানদের ‘মন্দ বিষয়’ থেকে সুরক্ষিত রাখুন শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) পারিবারিক সুখ অধ্যায় ১ অনু. ১৫-২৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩৭ এবং প্রার্থনা