সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাপ্তিস্মের দিকে অগ্রসর হওয়ার জন্য আপনি কত দূর পৌঁছেছেন?

খ্রিস্টীয় জীবনযাপন

যিহোবাকে সেবা করার সিদ্ধান্ত নিন

যিহোবাকে সেবা করার সিদ্ধান্ত নিন

তুমি কি একজন অল্পবয়সি অবাপ্তাইজিত প্রকাশক? কিংবা আপনি কি একজন বাইবেল ছাত্র? আর আপনি কি বাপ্তিস্ম নেওয়ার ব্যাপারে চিন্তা করছেন? উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমেই যিহোবার সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। (গীত ৯১:১) এ ছাড়া, উদ্ধার পাওয়ার জন্য উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন রয়েছে। (১পিতর ৩:২১) তাই, কীভাবে আপনি এই দুটো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারেন?

নিজেই পরীক্ষা করে দেখুন, বাইবেলের শিক্ষাগুলো আসলেই সত্য কিনা। যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে, তা হলে ব্যক্তিগতভাবে সেটা নিয়ে গবেষণা করুন। (রোমীয় ১২:২) যদি বুঝতে পারেন, আপনার মধ্যে কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, তা হলে সেটা করার প্রচেষ্টা করুন, যাতে যিহোবা আপনাকে দেখে খুশি হন। (হিতো ২৭:১১; ইফি ৪:২৩, ২৪) সাহায্যের জন্য সবসময় তাঁর কাছে প্রার্থনা করুন। নিশ্চিত থাকতে পারেন, যিহোবা তাঁর পবিত্র শক্তির মাধ্যমে আপনাকে সাহায্য এবং শক্তিশালীও করবেন। (১পিতর ৫:১০, ১১) যিহোবার ইচ্ছা অনুযায়ী চলার জন্য আপনি যে-প্রচেষ্টা করে চলেছেন, তা কখনোই ব্যর্থ হবে না। যিহোবার সেবা করে যে-আনন্দ পাবেন, সেই আনন্দ আপনি আর কোনো বিষয়ে খুঁজে পাবেন না!—গীত ১৬:১১.

বাপ্তিস্মের দিকে অগ্রসর হওয়া শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বাপ্তিস্ম নেওয়ার জন্য কেউ কেউ কোন বাধা কাটিয়ে উঠেছে?

  • যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করার জন্য কীভাবে আপনি আপনার বিশ্বাসকে বৃদ্ধি করতে পারেন?

  • কোন বিষয়ের দ্বারা পরিচালিত হয়ে কেউ কেউ বাপ্তিস্মের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছে?

  • যিহোবাকে সেবা করার জন্য যারা সিদ্ধান্ত নিয়ে থাকে, তারা কোন আশীর্বাদগুলো লাভ করে?

  • উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের অর্থ কী?