সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবা তাঁর লোকেদের সুসংগঠিত করেন

যিহোবা তাঁর লোকেদের সুসংগঠিত করেন

[গণনাপুস্তক বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]

ইজরায়েলীয়রা তিনটে গোষ্ঠীতে বিভক্ত হয়ে শিবিরস্থাপন করেছিল (গণনা ১:৫২, ৫৩; প্রহরীদুর্গ ৯৪ ১২/১ ৯ অনু. ৪)

ইজরায়েলীয়দের শিবিরে মোট লোকের সংখ্যা সম্ভবত ৩০,০০,০০০ বা এর চেয়েও বেশি ছিল (গণনা ২:৩২, ৩৩; অন্তর্দৃষ্টি-১ ৩৯৭ অনু. ৪, ইংরেজি)

যিহোবা চান যেন তাঁর লোকেরা সুসংগঠিতভাবে তাঁর উপাসনা করে। তিনি ইজরায়েলীয়দের কাছ থেকে এইরকমটা আশা করেছিলেন আর বর্তমানে আমাদের কাছ থেকেও এমনটাই আশা করেন।—১করি ১৪:৩৩, ৪০.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি দেখাতে পারি যে, যিহোবার সংগঠনকে আমি পুরোপুরিভাবে সমর্থন করি?’