ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আপনার রাজা কে?
ইজরায়েলীয়েরা মানুষের মধ্য থেকে একজন রাজা চেয়ে তাদের সীমা ছাড়িয়ে গিয়েছিল (১শমূ ৮:৪, ৫; অন্তর্দৃষ্টি-২ ১৬৩ অনু. ১, ইংরেজি)
ইজরায়েলীয়েরা যিহোবাকে তাদের শাসক হিসেবে পেয়ে সন্তুষ্ট ছিল না (১শমূ ৮:৭, ৮; প্রহরীদুর্গ ১১ ৭/১ ১৯ অনু. ১)
একজন রাজা এলে কোন সমস্যাগুলো আসবে, সেই বিষয়ে যিহোবা তাদের সাবধান করে দিয়েছিলেন (১শমূ ৮:৯, ১৮; প্রহরীদুর্গ ১০ ১/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ৯)
নিখিলবিশ্বের শাসক হিসেবে যিহোবা তাঁর সমস্ত সৃষ্টির উপর সবসময় শাসন করেন। তিনি তাঁর প্রজাদের সঙ্গে সদয় আচরণ করেন এবং তাদের প্রতি সম্মান দেখান। আমরা যখন তাঁকে আমাদের শাসক হিসেবে মেনে নেব এবং তাঁর বাধ্য থাকব, তখন আমরা আশীর্বাদ লাভ করব।
নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখাচ্ছি যে, আমি যিহোবাকে আমার শাসক হিসেবে মেনে নিয়ে তাঁর বাধ্য হচ্ছি?’