খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
ঈশ্বরের বাক্যের উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় করুন
ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। (ইব্রীয় ৪:১২) কিন্তু, বাইবেলে আমাদের জন্য যে-নির্দেশনা ও পরামর্শ রয়েছে, সেগুলো থেকে উপকার পেতে হলে আমাদের বিশ্বাস করতে হবে যে, এটি সত্যিই “ঈশ্বরের বাক্য।” (১থিষল ২:১৩) কীভাবে আমরা বাইবেলের উপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় করতে পারি?
প্রতিদিন বাইবেল থেকে কিছু অংশ পড়ুন। যিহোবাই যে বাইবেল লিখিয়েছেন, বাইবেল পড়ার সময় সেই বিষয়ে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করুন। যেমন, হিতোপদেশ বইয়ে যে-পরামর্শগুলো রয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে পড়ুন আর এরপর লক্ষ করুন যে, কীভাবে প্রজ্ঞার সেই কথাগুলো আমাদের সময়েও কাজে লাগানো যায়।—হিতো ১৩:২০; ১৪:৩০.
নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়ন করুন। বাইবেল যে সত্যিই ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি বই, সেই বিষয়ে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করুন। যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা বইয়ের অধীনে “বাইবেল” এবং এরপর “ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত” বিভাগ দেখুন। এ ছাড়া, বাইবেলে লেখা ঈশ্বরের কথাগুলো যে পরিবর্তন হয়নি, সেই বিষয়ে আপনার বিশ্বাস দৃঢ় করার জন্য আপনি ২০০৭ সালের সচেতন থাক! ব্রোশারে “বাইবেল যেভাবে আমাদের কাছে এসেছে” শিরোনামের প্রবন্ধে যে-তথ্যগুলো রয়েছে, সেগুলো পরীক্ষা করে দেখতে পারেন।
যে-কারণে এই বিষয়গুলোর উপর আমাদের বিশ্বাস রয়েছে . . . ঈশ্বরের বাক্য শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
মিশরের কার্নাকে একটা মন্দিরের দেওয়ালে যে-নকশা আবিষ্কার করা হয়েছে, তা কীভাবে দেখায়, ঈশ্বরের বাক্য সত্য?
-
কীভাবে আমরা জানি, বাইবেলে লেখা ঈশ্বরের কথাগুলো পরিবর্তন হয়ে যায়নি?
-
বাইবেল যে এখনও টিকে রয়েছে, তা থেকে আপনি কীভাবে বুঝতে পারেন, এটি ঈশ্বরেরই বাক্য?—পড়ুন, যিশাইয় ৪০:৮.