জানুয়ারি ২৩-২৯
১ বংশাবলি ৪-৬
গান ৬ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আমার প্রার্থনা আমার সম্বন্ধে কী প্রকাশ করে?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১বংশা ৫:১০—আমরা যখন খুব কঠিন সমস্যার মধ্যে থাকি, তখন হাগরীয়দের পরাজিত করার বিষয়টা থেকে কীভাবে আমরা উৎসাহ পেতে পারি? (প্রহরীদুর্গ ০৫ ১০/১ ৯ অনু. ৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১বংশা ৬:৬১-৮১ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৮ সারাংশ, পুনরালোচনা ও লক্ষ্য (শিক্ষা দেওয়া পাঠ ৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার জন্য এখনই প্রস্তুত থাকুন”: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও। একজন প্রাচীন তুলে ধরবেন। ভিডিও দেখানোর পর কিছু মন্তব্য নেওয়ার জন্য সময় রাখুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৫
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১১ এবং প্রার্থনা