সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার জন্য এখনই প্রস্তুত থাকুন

চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার জন্য এখনই প্রস্তুত থাকুন

কেন প্রস্তুত থাকবেন? হঠাৎ করে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা দেখা দিতে পারে এবং হাসপাতালে ভরতি হওয়ার প্রয়োজন হতে পারে। তাই, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো জরুরি অবস্থা দেখা দেওয়ার আগেই যে-সমস্ত সাহায্যের ব্যবস্থা রয়েছে, সেগুলো থেকে উপকার লাভ করুন। তা হলে, প্রয়োজনের সময় আপনি সবচেয়ে উত্তম চিকিৎসা লাভ করতে পারবেন। এভাবে আপনি দেখাবেন, জীবনের প্রতি এবং রক্তের ব্যাপারে যিহোবার আইনের প্রতি আপনার সম্মান রয়েছে।—প্রেরিত ১৫:২৮, ২৯.

প্রস্তুত থাকার জন্য আপনি কী করতে পারেন?

  • প্রার্থনা করুন এবং সতর্কতা সহকারে চিকিৎসা সংক্রান্ত অলঙ্ঘনীয় ঘোষণাপত্র (DPA) পূরণ করুন। a যে-ভাই সাহিত্য বিভাগে কাজ করেন, তার কাছ থেকে বাপ্তাইজিত প্রকাশকেরা নিজেদের জন্য DPA কার্ড এবং তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য Identity Card (ic) নিতে পারেন

  • আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তা হলে প্রাচীনদের কাছ থেকে Information for Expectant Mothers (S-401) ফর্মের একটা কপি চান। এখানে দেওয়া তথ্য আপনাকে গর্ভবতী অবস্থায় এবং সন্তান জন্ম দেওয়ার সময় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে উত্তম সিদ্ধান্ত নিতে সাহায্য করবে

  • কোনো চিকিৎসা করাতে গিয়ে যদি রক্তের ব্যাপার জড়িত থাকে অথবা আপনাকে হাসপাতালে থাকতে হয়, তা হলে বিষয়টা আগে থেকেই আপনার প্রাচীনদের জানান এবং হাসপাতালে বলে রাখুন যে, যিহোবার সাক্ষিদের একজন পরিচারক আপনার সঙ্গে দেখা করতে আসবেন

প্রাচীনেরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারেন? তারা আপনাকে DPA কার্ড পূরণ করার জন্য সাহায্য করতে পারে। কিন্তু, প্রাচীনেরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার হয়ে সিদ্ধান্ত নেবে না অথবা প্রত্যেককে ব্যক্তিগতভাবে যে-বিষয়গুলো বাছাই করতে হয়, সেই ব্যাপারে তারা নিজেদের ইচ্ছা প্রকাশ করবে না। (রোমীয় ১৪:১২; গালা ৬:৫) আপনি যখন স্থানীয় প্রাচীনদের জানাবেন যে, আপনার কোনো চিকিৎসার ক্ষেত্রে রক্তের বিষয়টা জড়িত থাকতে পারে, তখন তারা আপনার হয়ে সঙ্গেসঙ্গে হসপিটাল লিয়েইজন কমিটিকে (HLC) তা জানাবে।

কীভাবে HLC বিভাগের ভাইয়েরা আপনাকে সাহায্য করতে পারে? এই ভাইদের ডাক্তার এবং আইন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তারা সেই ব্যক্তিদের বুঝতে সাহায্য করে যে, আমাদের ধর্মীয় বিশ্বাস কী এবং আমরা কেন রক্ত গ্রহণ করি না। তারা ডাক্তারদের সঙ্গে এমন চিকিৎসাপদ্ধতি নিয়ে কথা বলতে পারে, যেখানে রক্ত নেওয়ার প্রয়োজন হয় না। এ ছাড়া, তারা এমন ডাক্তারদের খুঁজে বের করার জন্য সাহায্য করতে পারে, যারা রক্ত ছাড়া চিকিৎসা করার জন্য প্রস্তুত আছে।

রক্তের ব্যবহার জড়িত রয়েছে এমন চিকিৎসার ক্ষেত্রে কীভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নের উত্তর দিন:

  • রক্তের বিষয় জড়িত রয়েছে এমন কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে আগে থেকে প্রস্তুত থাকার বিষয়ে এই ভিডিও থেকে আপনি কী শিখেছেন?

a চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের পাঠ ৩৯ আপনাকে রক্তের ব্যবহার জড়িত রয়েছে এমন চিকিৎসার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।