জানুয়ারি ২-৮
২ রাজাবলি ২২-২৩
গান ২৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“কেন আমাদের নম্র মনোভাব দেখাতে হবে?”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
২রাজা ২৩:২৪, ২৫—ছোটোবেলায় যারা কঠিন পরিস্থিতি সহ্য করেছে, তারা যোশিয়ের উদাহরণ থেকে কী শিখতে পারে? (প্রহরীদুর্গ ০১ ৪/১৫ ২৬ অনু. ৩-৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ২রাজা ২৩:১৬-২৫ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) আলোচনা। প্রথম সাক্ষাৎ: অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়া—কল ৩:১৩ শিরোনামের ভিডিওটা দেখান। প্রতি বার যখন ভিডিও থামানো হয়, তখন ভিডিওতে দেওয়া প্রশ্ন শ্রোতাদের জিজ্ঞেস করুন।
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১)
প্রথম সাক্ষাৎ: (৫ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
নম্র, না কি উদ্ধত? (যাকোব ৪:৬): (১৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: নম্র ও উদ্ধত মনোভাবের মধ্যে পার্থক্য কী? মোশির উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? কেন আপনি সবসময় নম্র মনোভাব দেখাতে চান?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৩
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৩০ এবং প্রার্থনা