ঈশ্বরের বাক্যের গুপ্তধন
কেন আমাদের নম্র মনোভাব দেখাতে হবে?
যোশিয় মনপ্রাণ দিয়ে যিহোবাকে খুশি করতে চাইতেন (২রাজা ২২:১-৫)
তিনি নম্রভাবে লোকদের ভুল স্বীকার করেছিলেন (২রাজা ২২:১৩; প্রহরীদুর্গ ০০ ৯/১৫ ২৯-৩০)
যোশিয় নম্র ছিলেন বলে যিহোবা তাকে আশীর্বাদ করেছিলেন (২রাজা ২২:১৮-২০; প্রহরীদুর্গ ০০ ৯/১৫ ৩০ অনু. ২)
আমরা যখন নম্রভাবে যিহোবার উপর নির্ভর করি, তখন তিনি আমাদের সাহায্য করেন। আর আমরা যখন আমাদের ভুল স্বীকার করি, তখন তিনি আমাদের সংশোধন করেন।—যাকোব ৪:৬.