জানুয়ারি ৩০–ফেব্রুয়ারি ৫
১ বংশাবলি ৭-৯
গান ৪০ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার সাহায্যে আপনি কঠিন দায়িত্ব পালন করতে পারবেন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১বংশা ৯:৩৩—এই শাস্ত্রপদ কীভাবে আমাদের বুঝতে সাহায্য করে যে, যিহোবার উপাসনায় সংগীত এক গুরুত্বপূর্ণ অংশ? (প্রহরীদুর্গ ১০ ১২/১৫ ২১ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১বংশা ৭:১-১৩ (শিক্ষা দেওয়া পাঠ ১০)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। আমাদের শিক্ষাদানের প্রকাশনা বাক্স থেকে একটা প্রকাশনা দিন। (শিক্ষা দেওয়া পাঠ ২০)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ২১.০৬ ২-৪ অনু. ৩-৮—মূলভাব: আপনার বাইবেল ছাত্র যা শিখছেন, তা কাজে লাগানোর জন্য সাহায্য করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“যিহোবা আমাদের পরীক্ষার মধ্যে ধৈর্য ধরতে সাহায্য করেন”: (১৫ মিনিট) আলোচনা এবং ভিডিও।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৬
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ২৬ এবং প্রার্থনা