খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবা আমাদের পরীক্ষার মধ্যে ধৈর্য ধরতে সাহায্য করেন
এই শেষকালে আমাদের বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। কখনো কখনো মনে হতে পারে, এই পরীক্ষাগুলো সহ্য করা আমাদের পক্ষে আর সম্ভব নয়। কিন্তু, আমরা যদি সবসময় যিহোবার সঙ্গে নিকট সম্পর্ক বজায় রাখি, তা হলে তিনি আমাদের এমনকী খুব কঠিন পরীক্ষার মধ্যেও ধৈর্য ধরতে সাহায্য করবেন। (যিশা ৪৩:২, ৪) পরীক্ষার সময় কীভাবে আমরা যিহোবার সঙ্গে নিকট সম্পর্ক বজায় রাখতে পারি?
প্রার্থনা। আমরা যখন হৃদয় উজাড় করে যিহোবার কাছে প্রার্থনা করি, তখন তিনি আমাদের মনের শান্তি দেন এবং ধৈর্য ধরার জন্য প্রয়োজনীয় শক্তি দেন।—ফিলি ৪:৬, ৭; ১থিষল ৫:১৭.
সভা। সভাগুলোর মাধ্যমে যিহোবা আমাদের বাইবেলভিত্তিক পরামর্শ পাওয়ার এবং মেলামেশা করার সুযোগ করে দিয়েছেন, যা এই সময়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। (ইব্রীয় ১০:২৪, ২৫) আমরা যখন সভাগুলোর জন্য প্রস্তুতি নিই, সেখানে যোগ দিই এবং তাতে অংশ নিই, তখন আমরা যিহোবার পবিত্র শক্তির সাহায্য থেকে পূর্ণ উপকার লাভ করি।—প্রকা ২:২৯.
প্রচার কাজ। আমরা যখন প্রচার কাজে ব্যস্ত থাকার জন্য যথাসাধ্য করি, তখন ভালো বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। এ ছাড়া, আমরা যিহোবা এবং আমাদের সহকর্মীদের সঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করি।—১করি ৩:৫-১০.
যিহোবা তোমাকে গ্রহণ করবেন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কী মালুকে পরীক্ষার সময় যিহোবার সঙ্গে নিকট সম্পর্ক বজায় রাখতে সাহায্য করেছে?
-
গীতসংহিতা ৩৪:১৮ পদের কথাগুলো পরীক্ষার সময়ে মালুকে যেমন সান্ত্বনা পেতে সাহায্য করেছিল, তেমনই আমাদেরও কীভাবে সাহায্য করতে পারে?
-
মালুর অভিজ্ঞতা কীভাবে দেখায় যে, আমরা যখন পরীক্ষার মধ্যে থাকি, তখন যিহোবা আমাদের “অসাধারণ শক্তি” দেন?—২করি ৪:৭