সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

আমরা কোন সময়ে বাস করছি, তা মনে রাখুন

আমরা কোন সময়ে বাস করছি, তা মনে রাখুন

অনেক বছর ধরে যিহোবা যিহূদার লোকদের সাবধান করে আসছিলেন যে, তারা যদি মন্দ কাজ করেই চলে, তা হলে তিনি তাদের প্রত্যাখ্যান করবেন (২রাজা ২৪:২, ৩; প্রহরীদুর্গ ০১ ২/১৫ ১২ অনু. ২)

খ্রিস্টপূর্ব ৬০৭ সালে যিহোবা ব্যাবিলনীয়দের দিয়ে জেরুসালেম ধ্বংস করে দিয়েছিলেন (২রাজা ২৫:৮-১০; প্রহরীদুর্গ ০৭ ৩/১৫ ১১ অনু. ১০)

যিহোবা সেই লোকদের সুরক্ষা জুগিয়েছিলেন, যারা তাঁর সাবধানবাণীতে মনোযোগ দিয়েছিল (২রাজা ২৫:১১)

বহু বছর ধরে যিহোবা জগতের লোকদের সাবধান করে আসছেন যে, তিনি “ঈশ্বরভক্তিহীন লোকদের” উপর বিচার নিয়ে আসবেন।—২পিতর ৩:৭.

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি প্রতিটা সুযোগে অন্যদের ঈশ্বরের সাবধানবাণীর প্রতি মনোযোগ দেওয়ার জন্য সাহায্য করি?’—২তীম ৪:২.