ফেব্রুয়ারি ১৩-১৯
১ বংশাবলি ১৩-১৬
গান ৪৩ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নির্দেশনা মেনে চললে সফল হওয়া যায়”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১বংশা ১৬:৩১—কেন লেবীয়েরা গেয়েছিলেন: “সদাপ্রভু রাজত্ব করিতেছেন”? (প্রহরীদুর্গ ১৪ ১/১৫ ১০ অনু. ১৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১বংশা ১৩:১-১৪ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৮)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। আমাদের শিক্ষাদানের প্রকাশনা বাক্স থেকে একটা প্রকাশনা দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৭)
বক্তৃতা: (৫ মিনিট) প্রহরীদুর্গ ১৬.০১ ১৩-১৪ অনু. ৭-১০—মূলভাব: “খ্রিস্টের প্রেম আমাদের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে।”—২করি ৫:১৪. (শিক্ষা দেওয়া পাঠ ৮)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
যিহোবার বন্ধু হও—সভাতে মনোযোগ দাও: (৫ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান। এরপর, সম্ভব হলে আগে থেকে বাছাই করা কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: কেন আমাদের সভাতে মনোযোগ দিতে হবে? কী তোমাকে সভাতে মনোযোগ দেওয়ার জন্য সাহায্য করতে পারে?
স্থানীয় প্রয়োজন: (১০ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৭ বিষয় ৬ এবং সারাংশ, পুনরালোচনা ও লক্ষ্য
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪০ এবং প্রার্থনা