ফেব্রুয়ারি ২০-২৬
১ বংশাবলি ১৭-১৯
গান ১৪ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“হতাশা সত্ত্বেও আনন্দ বজায় রাখুন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১বংশা ১৭:১৬-১৮—দায়ূদের মতো আমরাও কোন বিষয়ে নিশ্চিত থাকতে পারি? (প্রহরীদুর্গ ২০.০২ ১২, বাক্স)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১বংশা ১৮:১-১৭ (শিক্ষা দেওয়া পাঠ ২)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৭)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। আমাদের শিক্ষাদানের প্রকাশনা বাক্স থেকে একটা প্রকাশনা দিন। (শিক্ষা দেওয়া পাঠ ৩)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৯ বিষয় ৪ (শিক্ষা দেওয়া পাঠ ৯)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
বার্ষিক পরিচর্যা রিপোর্ট: (১৫ মিনিট) আলোচনা। শাখা অফিসের কাছ থেকে পাওয়া বার্ষিক পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে ঘোষণাটা পড়ুন আর তারপর ২০২২ বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিদের পরিচর্যা বছরের রিপোর্ট থেকে কিছু ভালো বিষয় তুলে ধরার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। আগে থেকে বাছাই করা কয়েক জন প্রকাশকের সাক্ষাৎকার নিন। গত বছর পরিচর্যায় তারা যে-উৎসাহজনক অভিজ্ঞতা লাভ করেছিল, সেই বিষয়ে তাদের মন্তব্য করতে বলুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৮ বিষয় ১-৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১ এবং প্রার্থনা