ফেব্রুয়ারি ৬-১২
১ বংশাবলি ১০-১২
গান ৩৭ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য আপনার আকাঙ্ক্ষাকে দৃঢ় করুন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
১বংশা ১২:৩৩—সবূলূনের ৫০,০০০ জন ব্যক্তি কোন উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন? (অন্তর্দৃষ্টি-১ ১০৫৮ অনু. ৫-৬, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) ১বংশা ১১:২৬-৪৭ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
প্রথম সাক্ষাৎ: (৩ মিনিট) কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা শুরু করুন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট) প্রকৃত আগ্রহ দেখিয়েছেন এমন একজন ব্যক্তির সঙ্গে কয়েক বার পুনর্সাক্ষাৎ করার পর কথাবার্তার নমুনায় দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে কথা চালিয়ে যান। বাইবেল অধ্যয়নে কী হয়? শিরোনামের ভিডিও সম্বন্ধে বলুন এবং আলোচনা করুন (ভিডিও দেখানোর প্রয়োজন নেই)। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ০৯ ভূমিকা এবং বিষয় ১-৩ (শিক্ষা দেওয়া পাঠ ১৮)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
“ঈশ্বরের চিন্তাভাবনা জানার চেষ্টা করুন”: (১০ মিনিট) আলোচনা এবং ভিডিও।
“স্মরণার্থ মরসুমের জন্য লক্ষ্য স্থাপন করুন”: (৫ মিনিট) আলোচনা।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ৩৭ বিষয় ১-৫
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ১৩ এবং প্রার্থনা