সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য আপনার আকাঙ্ক্ষাকে দৃঢ় করুন

ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য আপনার আকাঙ্ক্ষাকে দৃঢ় করুন

শৌল অবাধ্য হয়েছিলেন আর তাই যিহোবা তাকে প্রত্যাখ্যান করেছিলেন (১বংশা ১০:১৩, ১৪)

যিহোবা শৌলের পরিবর্তে দায়ূদকে রাজা করার জন্য বেছে নিয়েছিলেন (১বংশা ১১:৩)

শৌল যিহোবার আইন ও নীতি অনুযায়ী কাজ করেননি, কিন্তু দায়ূদ করেছিলেন (১বংশা ১১:১৫-১৯; প্রহরীদুর্গ ১২ ১১/১৫ ৬ অনু. ১২-১৩)

দায়ূদ যিহোবার ইচ্ছা অনুযায়ী কাজ করতে ভালোবাসতেন। (গীত ৪০:৮) যা সঠিক, তা করার জন্য আমাদেরও এইরকম আকাঙ্ক্ষা গড়ে তুলতে হবে। কীভাবে আমরা এইরকম আকাঙ্ক্ষা গড়ে তুলতে পারি? বিভিন্ন বিষয়কে যিহোবা যেভাবে দেখেন, আমাদেরও সেভাবে দেখতে হবে।—গীত ২৫:৪; প্রহরীদুর্গ ১৮.০৬ ১৭ অনু. ৫-৬.