সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

ঈশ্বরের চিন্তাভাবনা জানার চেষ্টা করুন

ঈশ্বরের চিন্তাভাবনা জানার চেষ্টা করুন

আমরা আমাদের সমস্ত কাজে যিহোবাকে খুশি করতে চাই। (হিতো ২৭:১১) তাঁকে খুশি করার জন্য আমাদের তাঁর চিন্তাভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এমনকী সেইসমস্ত বিষয়েও, যেগুলোর জন্য বাইবেলে কোনো নির্দিষ্ট আইন বা আদেশ দেওয়া নেই। এই ক্ষেত্রে কী আমাদের সাহায্য করতে পারে?

নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করুন। প্রতি বার আমরা যখন বাইবেল পড়ি, তখন এমন যেন আমরা যিহোবার সঙ্গে সময় কাটাই। যিহোবা তাঁর লোকদের সঙ্গে কেমন আচরণ করেন, তা লক্ষ করার এবং তাঁর চোখে যারা ভালো অথবা খারাপ কাজ করেছে, তাদের উদাহরণ পরীক্ষা করে দেখার মাধ্যমে আমরা যিহোবার চিন্তাভাবনা জানতে পারি। আমাদের যখন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন পবিত্র শক্তি আমাদের সেই গুরুত্বপূর্ণ শিক্ষা ও নীতিগুলো মনে করিয়ে দিতে পারে, যেগুলো আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে জেনেছি।—যোহন ১৪:২৬.

গবেষণা করুন। আপনাকে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন নিজেকে জিজ্ঞেস করুন: ‘বাইবেলের কোন পদ অথবা ঘটনা আমাকে এই বিষয়ে যিহোবা কী মনে করেন, তা বুঝতে সাহায্য করতে পারে?’ যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। আর আপনার ভাষায় যে-সমস্ত প্রকাশনা রয়েছে, সেগুলো নিয়ে গবেষণা করুন এবং সেখান থেকে আপনার পরিস্থিতিতে কাজে লাগে এমন নীতি খুঁজে বের করার চেষ্টা করুন। এরপর সেই নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিন।—গীত ২৫:৪.

আমাদের অবশ্যই ‘ধৈর্য্যপূর্ব্বক দৌড়াইতে’ হবে—পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:

  • এই ভিডিওতে যেমন দেখানো হয়েছে, একজন কিশোরী বোন কোন কোন চাপের মুখোমুখি হয়েছেন?

  • এই ধরনের চাপের সঙ্গে মোকাবিলা করার জন্য কীভাবে আপনি আমাদের প্রকাশনাগুলো থেকে গবেষণা করতে পারেন?

  • উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যখন সময় করে নিয়ে গবেষণা এবং ব্যক্তিগত অধ্যয়ন করি, তখন আমরা কীভাবে উপকার লাভ করি?—ইব্রীয় ৫:১৩, ১৪