সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

স্মরণার্থ মরসুমের জন্য লক্ষ্য স্থাপন করুন

স্মরণার্থ মরসুমের জন্য লক্ষ্য স্থাপন করুন

প্রতি বছর যিহোবার লোকেরা একসঙ্গে মিলে স্মরণার্থ দিবস পালন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। যিহোবা আমাদের জন্য উপহার হিসেবে মুক্তির মূল্য জুগিয়েছেন আর তাই স্মরণার্থ দিবসের আগের ও পরের সপ্তাহগুলোতে আমরা যিহোবার প্রশংসা করার বিশেষ সুযোগগুলোকে কাজে লাগাই। (ইফি ১:৩, ৭) যেমন, অন্যেরা যাতে স্মরণার্থ সভায় যোগ দিতে পারে, তাই আমরা তাদের আমন্ত্রণ জানানোর জন্য প্রাণপণ চেষ্টা করি। কেউ কেউ মার্চ অথবা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য বিভিন্ন রদবদল করে থাকে। সেই সময় তারা ৩০ অথবা ৫০ ঘণ্টা কাজ করার লক্ষ্য নিয়ে থাকে। এই স্মরণার্থ মরসুমে আপনি কি প্রচার কাজে আরেকটু বেশি সময় কাজ করতে পারেন? এই ক্ষেত্রে কী আপনাকে সাহায্য করতে পারে?

প্রায়ই দেখা গিয়েছে, আমরা যদি আগে থেকে পরিকল্পনা করি, তা হলে আমরা আরও বেশি কাজ করতে পারি। (হিতো ২১:৫) যেহেতু স্মরণার্থ মরসুম দ্রুত এগিয়ে আসছে, তাই এখনই পরিকল্পনা করা শুরু করুন। স্মরণার্থ মরসুমে কীভাবে আপনি আরও বেশি করে প্রচার কাজ করবেন, তা নিয়ে আগে থেকে চিন্তা করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কী করতে হবে, তা ঠিক করুন। এরপর, যিহোবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার সমস্ত প্রচেষ্টায় আশীর্বাদ করেন।—১যোহন ৫:১৪, ১৫.

স্মরণার্থ মরসুমে কোন কোন উপায়ে আপনি আরও বেশি করে প্রচার কাজ করতে পারেন, সেই বিষয়ে আপনি কি কিছু চিন্তা করতে পারেন?