সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ১৫-২১

ইয়োব ৩৬-৩৭

জানুয়ারি ১৫-২১

গান ১৪৭ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ঈশ্বর অনন্তজীবন দেওয়ার যে-প্রতিজ্ঞা করেছেন, সেটার উপর কেন আমরা বিশ্বাস রাখতে পারি?

(১০ মিনিট)

যিহোবা সবসময় আছেন এবং সবসময় থাকবেন (ইয়োব ৩৬:২৬; প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণ ১৬ নং ১ ১৩ অনু. ১-২)

যিহোবার কাছে জীবন টিকিয়ে রাখার জন্য প্রজ্ঞা এবং শক্তি রয়েছে (ইয়োব ৩৬:২৭, ২৮; প্রহরীদুর্গ ২০.০৫ ২২ অনু. ৬)

যিহোবা আমাদের শেখান যে, আমরা কীভাবে অনন্তজীবন পেতে পারি (ইয়োব ৩৬:৪, ২২; যোহন ১৭:৩)


ঈশ্বর অনন্তজীবন দেওয়ার যে-প্রতিজ্ঞা করেছেন, সেটার উপর আমাদের পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। আর তা হলেই, জীবনে আসা সমস্ত সমস্যার সঙ্গে আমরা মোকাবিলা করতে পারব।—ইব্রীয় ৬:১৯; প্রহরীদুর্গ ২২.১০ ২৮ অনু. ১৬.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • ইয়োব ৩৭:২০—কীভাবে প্রাচীন কালে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর কিংবা তথ্য পৌঁছানো হত? (অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৪৯২)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণে সাক্ষ্য। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৩)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বোঝান

(৫ মিনিট) বক্তৃতা। ijwfq ২১—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা রক্ত গ্রহণ করেন না? (শিক্ষা দেওয়া পাঠ ১৮)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৩৭

৭. এখন থেকে প্রস্তুতি নিন, যাতে আপনি কোনো চিকিৎসা অথবা অপারেশনের সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন

(১৫ মিনিট) আলোচনা। একজন প্রাচীন এই অংশটা তুলে ধরবেন।

যিহোবার সংগঠন অনেক ব্যবস্থা করেছে, যেগুলোর সাহায্যে আমরা রক্তের বিষয়ে ঈশ্বরের দেওয়া নিয়ম মেনে চলতে পারব। (প্রেরিত ১৫:২৮, ২৯) আপনি কি এই ব্যবস্থাগুলোর সাহায্য নিচ্ছেন?

অ্যাডভান্স হেল্থকেয়ার ডাইরেক্টিভ (DPA) এবং আইডেনটিটি কার্ড (ic): এই কার্ডে লেখা রয়েছে যে, চিকিৎসার সময়ে রক্তের প্রয়োজন দেখা দিলে একজন রোগী কী করবেন। যে-ভাই সাহিত্য বিভাগে কাজ করেন, তার কাছ থেকে বাপ্তাইজিত প্রকাশকেরা নিজেদের জন্য DPA অর্থাৎ নো ব্লাড কার্ড নিতে পারেন। এ ছাড়া, যাদের ছোটো সন্তান রয়েছে, তারা তাদের সন্তানদের জন্য আইডেনটিটি কার্ড (ic) নিতে পারেন। এই কার্ড আমাদের সবসময় নিজেদের কাছে রাখা উচিত। যদি আপনি এই কার্ড এখনও পূরণ না করে থাকেন অথবা হয়তো পূরণ করেছেন, কিন্তু তাতে কিছু রদবদল করতে হবে, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব তা করুন।

S-401 ফর্ম এবং S-407 ফর্ম: গর্ভবতী বোনেরা প্রাচীনদের কাছ থেকে S-401 ফর্ম নিতে পারে এবং যে-ভাই-বোনেরা কোনো অপারেশন বা ক্যান্সারের সঙ্গে জড়িত কোনো চিকিৎসা করাতে চান, তারা প্রাচীনদের কাছ থেকে S-407 ফর্ম নিতে পারে। এই ফর্মগুলোতে এমন তথ্য রয়েছে, যেটা তাদের চিকিৎসার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, এমনকী তখনও যখন রক্তের বিষয়টা জড়িত থাকে।

হসপিটাল লিয়েইজন কমিটি (HLC): HLC-র ভাইয়েরা হলেন এমন যোগ্য প্রাচীন, যাদের ডাক্তার এবং ভাই-বোনদের রক্ত ​​সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। তারা আপনার ডাক্তারকে বলতে পারেন, রক্ত ছাড়া কোন কোন চিকিৎসাপদ্ধতি রয়েছে। তারা আপনাকে এমন ডাক্তার খুঁজে পেতেও সাহায্য করতে পারেন, যারা রক্ত ছাড়া চিকিৎসা করতে ইচ্ছুক। দিনের বেলা হোক বা রাতের বেলা, HLC-র ভাইয়েরা আমাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকেন। যখনই আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে অথবা সার্জারি বা থেরাপি করাতে হবে, যেমন ক্যান্সারের সঙ্গে জড়িত কোনো থেরাপি, তখনই যত তাড়াতাড়ি সম্ভব HLC-র ভাইদের সঙ্গে যোগাযোগ করুন। রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হবে না বলে মনে হলেও যোগাযোগ করুন। গর্ভবতী বোনদেরও এটা করা উচিত। HLC-র ভাইদের সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো প্রাচীনের সঙ্গে কথা বলুন।

হসপিটাল লিয়েইজন কমিটি—কীভাবে তারা সাহায্য করে? শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

যদি কোনো চিকিৎসা অথবা অপারেশনের প্রয়োজন হয়, সেই সময়ে HLC-র ভাইয়েরা কীভাবে আমাদের সাহায্য করতে পারে?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৮ এবং প্রার্থনা